Siliguri Corporation March: পুর নির্বাচন ও ভ্যাকসিন ইস্যুতে ১৭ অগাস্ট শিলিগুড়ি পুরসভা অভিযানের ডাক সিপিএমের
রাজ্যে মেয়াদ পেরনো ১১২টি পুরসভার ভোটও এক বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে। এগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি পুরসভার ভোটও।
সনৎ ঝা, শিলিগুড়ি: কোভিডবিধি এখনও শিথিল হয়নি। রাজনৈতিক কাজকর্ম ও নিয়ন্ত্রিত। এরই মাঝে সিপিএম বড়সড় আন্দোলনের ডাক দিল। পুরসভা নির্বাচনের দাবীতে ও ভ্যাকসিন সার্বজনীন করার দাবিতে আগামী ১৭ অগাস্ট শিলিগুড়ি পুরসভা অভিযানের ডাক দিল সিপিএম।
উল্লেখ্য, রাজ্যে মেয়াদ পেরনো ১১২টি পুরসভার ভোটও এক বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে। এগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি পুরসভার ভোটও। গত পুর নির্বাচনে শিলিগুড়িতে বামেরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বোর্ড গঠন করছিল। মেয়াদ ফুরোনোর পর পুর প্রশাসক হয়েছিলেন মেয়র অশোক ভট্টাচার্য। কিন্তু বিধানসভা নির্বাচনে অশোক ভট্টাচার্য হেরে যান। এরপর শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। অশোক ভট্টাচার্যের পদত্যাগের পর এ ব্যাপারে জারি হয় নির্দেশিকা। নির্দেশিকা জারি করে পুর ও নগরোন্নয়ন দফতর। ভোটের আগে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন অশোক। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেছিলেন, 'নির্বাচনে হেরে যাওয়ার পরে আমার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান পদে বসার কোন ইচ্ছা নেই।'
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে রাজ্যে বিধিনিষেধ চলছে। কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হলেও বড় সমাবেশ সম্পর্কে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এরইমধ্যে পুরসভা নির্বাচন ও করোনা টিকা সার্বজনীন করার দাবিতে পুরসভা অভিযানের ডাক দিয়েছে।
উল্লেখ্য, করোনার টিকাকরণ চলছে। কিন্তু রাজ্যে ভ্যাকসিনের সংকট রয়েছে। শিলিগুড়িতেও ভ্যাকসিন গিয়ে গ্রাহকদের ভোগান্তির খবর সামনে এসেছে। রাজ্য ভ্যাকসিনের সংকটের জন্য কেন্দ্র সরকারকে দায়ী করেছে। অন্যদিকে, বিজেপি রাজ্যের তৃণমূল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এই পরিস্থিতিতে সিপিএম চলতি পরিস্থিতির জন্য কেন্দ্র ও রাজ্য –উভয় সরকারকেই দুষেছে। এবার সিপিএম তাদের শিলিগুড়ি পুরসভা অভিযানে এই বিষয়টিও তুলে ধরার লক্ষ্য নিয়েছে।
রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সাতটি বিধানসভা আসনের নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের কাছে দরবার করেছে। অন্যদিকে, সিপিএম সহ বিরোধীরা রাজ্যের পুরসভাগুলির বকেয়া নির্বাচন নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে। সিপিএম বকেয়া পুর নির্বাচনের দাবি জানিয়েছে।