এক্সপ্লোর
Advertisement
মেলালেন মহাত্মা! শিলিগুড়ি একমঞ্চে তৃণমূল,কংগ্রেস, সিপিএম, কটাক্ষ বিজেপির
শিলিগুড়ি পুরবোর্ডের উদ্যোগে কাছারি রোডে প্রধান ডাকঘরের সামনে বসানো হল মহাত্মা গান্ধীর মূর্তি। সেখানে একমঞ্চে হাজির শিলিগুড়ির পুর প্রশাসক তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য,পুরমন্ত্রী ফিরহাদ হাকিম,এবং মাটিগাড়া-নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার।
শিলিগুড়ি: যখনই কোনও বিরোধীর সঙ্গে মোকাবিলা করবেন, তাকে ভালবাসার মাধ্যমে জিতবেন।এই কথাটি বলেছিলেন মহাত্মা গান্ধী!আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে চড়ছে রাজনীতির পারদ!ব্যক্তিগত আক্রমণ। কাদা ছোড়াছুড়ি। সংঘর্ষ, মারামারি থেকে রক্তপাত...! বাদ যাচ্ছে না কিছুই। এই প্রেক্ষাপটে যুযুধান তৃণমূল-সিপিএম-কংগ্রেসকে মিলিয়ে দিলেন জাতীর জনক! গাঁধী মূর্তির আবরণ উন্মোচনের মঞ্চে একসঙ্গে হাজির ৩ দলের নেতা!!
শিলিগুড়ি পুরবোর্ডের উদ্যোগে কাছারি রোডে প্রধান ডাকঘরের সামনে বসানো হল মহাত্মা গান্ধীর মূর্তি। সেখানে একমঞ্চে হাজির শিলিগুড়ির পুর প্রশাসক তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য,পুরমন্ত্রী ফিরহাদ হাকিম,এবং মাটিগাড়া-নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার।
ফিরহাদ বলেছেন, আমরা ভারতবাসী হিসেবে এসেছি...ব্যক্তিগত দল হিসেবে আসিনি। সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য বলেছেন,এখানে রাজনীতির কোনও বিষয় নেই।
যদিও, তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। বিধায়ক তথা কংগ্রেস নেতা শঙ্কর মালাকার বলেছেন, বিজেপির চাপে এখানে এসেছেন ফিরহাদ হাকিম। এই সৌজন্য আগে দেখালে, রাজনৈতিক ভারসাম্য বজায় থাকতো।
একমঞ্চে তিন দলের নেতার উপস্থিতিকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন বলেছেন, বিজেপির ভয়ে তেলে জলে মিশে গেছে।
রাজ্যে ক্ষমতায় তৃণমূল সরকার। আর শিলিগুড়ি পুরসভা চালাচ্ছে বামেরা।
বিধানসভা ভোটে সম্মুখ সমরে নামবে শাসক-বিরোধীরা। তার আগে শিলিগুড়ির অনুষ্ঠানে শাসক-বিরোধীরা শুধু একমঞ্চে এলেনই না, নজির গড়লেন রাজনৈতিক সৌজন্যের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement