এক্সপ্লোর
Advertisement
Cyclone Asani : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’, কোন পথে এগিয়ে আসছে?
বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Cyclone Asani: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’ ( Cyclone Asani ) । মৌসম ভবন সূত্রে খবর, গতকাল রাত আড়াইটে নাগাদ তার অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিলোমিটার আর পুরী থেকে ৭৪০ কিলোমিটার দূরে। এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২১ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রেই গতিপথ পরিবর্তন করে ওড়িশা উপকূল বরাবর এগোবে ‘অশনি’। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা কবে কোথায়
- ১০ থেকে ১২ মে, 2022 এর মধ্যে গাঙ্গেয় উপকূলীয় অঞ্চলে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । ১১ তারিখে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।
১২ ই মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে। - পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের সতর্কতা:
- মৎস্যজীবীদের ১০ মে থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রে যাওয়া জেলেদের পরামর্শ দেওয়া হচ্ছে, তাঁরা যেন ৯ তারিখ সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরে যান।
- ১০ থেকে ১২ মে, মাছ ধরা এবং পর্যটন স্থগিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
- সমুদ্রের ধারের কাজকর্ম এড়িয়ে চলতে হবে।
‘অশনি’ মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে,
-
আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
-
২৪ ঘণ্টার জন্য খোলা থাকছে পুরসভার কন্ট্রোল রুম।
-
দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সমস্ত বিভাগের DG-দের।
এছাড়া মেয়র পারিষদদের বিভিন্ন বরোর দায়িত্ব দিয়েছেন ফিরহাদ হাকিম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement