Darjeeling Weather : আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে
Darjeeling Weather Report : উত্তরবঙ্গবাসীর জন্য অবশ্য স্বস্তির খবর, দার্জিলিং সহ কিছু জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা

দার্জিলিং : উত্তরবঙ্গবাসীর জন্য অবশ্য স্বস্তির খবর। আবহাওয়া দফতরের (Alipore Met Office ) পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং (darjeeling) সহ উত্তরবঙ্গের কিছু জেলায়। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে শৈলশহরে জমছে ভিড়। এদিকে কমছে ঠান্ডাও। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) সূত্রে খবর, আজ-কালও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। এরই মধ্যে পাহাড়ের গায়ে ফুটেছে বসন্তের ফুল। কোভিড-মেঘ কাটিয়ে পর্যটন ব্যবসাও আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে।
দিন (Day) | সর্বনিম্ন তাপমাত্রা (Min) |
সর্বোচ্চ তাপমাত্রা (Max) |
সারাদিনের আবহাওয়া কেমন যেতে পারে |
---|---|---|---|
০২-April | ১৫.0 |
২১.0 | মেঘ, বৃষ্টিপাত |

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
