এক্সপ্লোর
তৃণমূল না বিজেপি! কার কৃতিত্বে ধৌলি এক্সপ্রেস থামছে দাঁতন স্টেশনে, বচসায় জড়াল দুই দল

দাঁতন: কার কৃতিত্বে ধৌলি এক্সপ্রেস থামছে দাঁতন স্টেশনে, তা নিয়ে বিতণ্ডায় জড়াল তৃণমূল-বিজেপি। পতাকা ছিঁড়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। হাওড়া-পুরী আপ ধৌলি এক্সপ্রেসে চড়ে সকালে দাঁতন পৌঁছন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। স্টেশনে নেমেই দাবি করেন, রাজ্য বিজেপির আবেদনে সাড়া দিয়েই এবার থেকে দাঁতনে দাঁড়াবে ধৌলি এক্সপ্রেস। যদিও, তৃণমূলের দাবি, বিজেপি নয়, এর কৃতিত্ব স্থানীয় সাংসদ সন্ধ্যা রায়ের। কৃতিত্ব রয়েছে বলে পাল্টা দাবি জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এনিয়ে দু' পক্ষের মধ্যে বিতণ্ডা শুরু হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মদতে বিজেপির পতাকা ছিঁড়ে, তাদের কর্মীদের মারধর করা হয় বলে বিজেপির দাবি। পরে দাঁতন থানার আইসি-র মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















