এক্সপ্লোর
দিঘায় রহস্যমৃত্যু, মালিক চিকিত্সক ও তাঁর স্ত্রীর সঙ্গে মদ্যপান করে অশালীন আচরণ গাড়ির চালক ওই যুবকের, পরে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

দিঘা: দিঘার হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য। মৃতের নাম অভিজিৎ দত্ত। পুলিশ সূত্রে খবর, হাওড়ার লিলুয়ার জগদীশপুরের বাসিন্দা অভিজিত্ সপ্তাহখানেক আগে স্থানীয় এক চিকিত্সকের গাড়ি চালানো শুরু করেন। গতকাল ওই চিকিত্সক তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে নিয়ে দিঘার হোটেলে ওঠেন। হোটেলে, চিকিত্সক, তাঁর স্ত্রী, ওই আত্মীয় এবং গাড়িচালক একইসঙ্গে বসে মদ্যপান করেন। অভিযোগ, সেসময় অভিজিত্ বেসামাল হয়ে চিকিত্সকের স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করায় প্রতিবাদ করেন চিকিত্সক। এরপর অভিজিৎ নিজের ঘরে চলে যান।
আজ সকালে ওই ঘর থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদের জন্য চিকিত্সক সহ তিনজনকে আটক করেছে দিঘা থানার পুলিশ। স্ত্রী ও আত্মীয়ের সঙ্গে বসে মদ্যপান করার সময়, কেন স্বল্প পরিচিত গাড়িচালককে ডাকা হয়েছিল, তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















