Dilip Ghosh : রাজ্য সরকারের খেলা হবে দিবসে ফুটবল খেললেন দিলীপ ঘোষ
' এখন বড় বড় কথা বলছেন। ৩-৪ বছর আগেও জেলে নিয়ে যাওয়ার সময় ডাকাতরানি, চোরের রানি বলতেন ' কটাক্ষ কুণালকে
![Dilip Ghosh : রাজ্য সরকারের খেলা হবে দিবসে ফুটবল খেললেন দিলীপ ঘোষ Dilip Ghosh Plays Football on TMC Khela Hobe Dibas , West Bengal Government celebrates Khela Hobe Divas on August 16 Dilip Ghosh : রাজ্য সরকারের খেলা হবে দিবসে ফুটবল খেললেন দিলীপ ঘোষ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/16/758f42f7d55f712eee4f47aad62fd389_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : রাজ্য সরকারের খেলা হবে দিবসে ফুটবল খেললেন দিলীপ ঘোষ। এদিন ইকো পার্কে শরীর চর্চা করতে এসে মাতলেন ফুটবল খেলায়। খেলতে গিয়ে একবার পড়েও যান বিজেপি রাজ্য সভাপতি !!
'খেলা হবে দিবসে' দিলীপ ঘোষের কটাক্ষ, ''খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করেছে তৃণমূল। সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে। এদিনের খেলায় গোলও করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দিই। '' বিজেপির তরফে আজ গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও পালন করা হচ্ছে আশীর্বাদ যাত্রা। মূলত গ্রেটার ক্যালকাটা কিলিংয়ের বিষয়টিকে সামনে রেখেই গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
এরপরই স্বমহিমায় দিলীপ শাণিত আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। সম্প্রতি ত্রিপুরায় ঘাসফুল শিবিরের উপর আক্রমণের প্রতিবাদ করে বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এবার তাকে কটাক্ষ করে দিলীপ বললেন, '' এখন বড় বড় কথা বলছেন। ৩-৪ বছর আগেও জেলে নিয়ে যাওয়ার সময় ডাকাতরানি, চোরের রানি বলতেন। তখন পুলিশ হাততালি দিত, হাত দিয়ে গাড়ি বাজাত।''
ত্রিপুরাতেও আজ খেলা হবে দিবস উদযাপন করছে তৃণমূল। আগরতলার উত্তর বনমালীপুর থেকে ফুটবল খেলতে খেলতে, খেলা হবে স্লোগান দিয়ে শুরু হয় মিছিল। ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, আবীররঞ্জন বিশ্বাস-সহ তৃণমূল নেতা-কর্মীরা। এরপর আগরতলার আস্তাবল মাঠে ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক ও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুটি দল গড়ে ফুটবল খেলা হয়। সৌজন্যমূলক ম্যাচে জিতিয়ে দেওয়া হয় ত্রিপুরাকে।
খেলা হবে দিবস উপলক্ষ্যে রাজ্য সরকার এবং তৃণমূল দুই তরফেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, IFA স্বীকৃত ৩০৩টি ক্লাবকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। এছাড়া ৩৪৩টি ব্লকের একটি করে ক্লাবকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। দল হিসেবে তৃণমূলের তরফেও ব্লকে ব্লকে খেলা হবে দিবস পালনের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় টুর্নামেন্টেরও আয়োজন করা হয়েছে। কোথাও সাংসদ একাদশ বনাম বিধায়ক একাদশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)