এক্সপ্লোর
Advertisement
গাড়িতে রঙের ফোঁটা! চিকিত্সকের মারে মৃত্যু রংমিস্ত্রির
বাঁকুড়া: হাসপাতালে রং করার সময় গাড়িতে রঙের ফোঁটা। বাঁকুড়ায় শ্রমিককে বেধড়ক মার চিকিত্সকের। এসএসকেএমে আনার পরে মৃত্যু। ডাক্তারের বিরুদ্ধে এফআইআর। অভিযুক্ত চিকিত্সক পলাতক।
জীবন বাঁচানো যাঁর কাজ, তাঁর বিরুদ্ধেই জীবন কেড়ে নেওয়ার অভিযোগ! তাও আবার গাড়িতে দু’ফোটা রং পড়ার মতো সামান্য কারণে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি ইলেকট্রিক পোস্টে রঙ করার কাজ চলছিল। সেইসময়ে দু’ফোটা রং পড়ে যায় হাসপাতালেরই চিকিত্সক দেবল সোরেনের গাড়িতে। অভিযোগ, এরপরই অপূর্ব পাত্র ও প্রশান্ত দেওঘরিয়া নামে দুই রংমিস্ত্রিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন ওই চিকিত্সক।
মাথায় গুরুতর আঘাত লাগে প্রশান্ত দেওঘরিয়ার। তাঁকে প্রথমে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতায় আনা হয়। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে মারা যান প্রশান্ত।
ঘটনার তীব্র নিন্দা করেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিযুক্ত চিকিত্সক দেবল সোরেন পলাতক। তাঁর বিরুদ্ধে বাঁকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে মৃত প্রশান্ত দেওঘরিয়ার পরিবার। মাত্র ২ ফোঁটা রং গাড়িতে পড়ে যাওয়ার জন্য একজনকে কীভাবে পিটিয়ে খুন করলেন ওই চিকিত্সক? জীবন বাঁচানো যাঁর কাজ, তিনি কীভাবে একজনের জীবন নিয়ে নিলেন? প্রশ্ন মৃতের পরিবারের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement