পারিবারিক হিংসায় শীর্ষে পশ্চিমবঙ্গ, দাবি কেন্দ্রীয় রিপোর্টে
কলকাতা: পারিবারিক হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি-র পরিসংখ্যান অনুযায়ী--
- ২০১৬ সালে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে রয়েছে।
- ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এরাজ্যে ৩৪ হাজার ২০৫টি পারিবারিক হিংসার এফআইআর হয়েছে।
- এক বছর আগে অর্থাৎ ২০১৫ সালে এই সংক্রান্ত এফআইআরের সংখ্যা ছিল ২০ হাজার ২৬৫।
- অর্থাৎ এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে পারিবারিক হিংসার এফআইআর বেড়েছে প্রায় ৭০ শতাংশ।
অনেকে বলছেন, এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট এরাজ্যে ঘরের মধ্যে মহিলারা কতটা অসুরক্ষিত। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের মতে, এটা ঠিক যে, ঘরের লোকের মানসিকতা না বদলালে এই ছবি পাল্টাবে না। তবে সেই সঙ্গে মহিলাদেরও সচেতন হতে হবে। আইনি পথে নির্যাতিনের মোকাবিলার জন্য। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, আইন আছে। এই আইন সম্পর্কে মহিলাদের জানতে হবে। সচেতন হতে হবে। বাড়ির লোকের সাহায্য করা উচিত। মহিলারা অধিকাংশ সময়ে সচেতন বলেই অভিযোগ বাড়ছে। কবে থামবে এই সব ঘটনা? কবে এখানে নারীকে পণের নয়, তার গুনের দাঁড়িপাল্লায় মাপা হবে? সেই দিনের অপেক্ষায় রয়েছেন সকলে।