এক্সপ্লোর
পুরসভার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত আলিপুরদুয়ার, রাস্তায় ফেলে মার ডিএসপি-র দেহরক্ষীকে
![পুরসভার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত আলিপুরদুয়ার, রাস্তায় ফেলে মার ডিএসপি-র দেহরক্ষীকে Dsps Bodyguard Beaten At Alipurduar পুরসভার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত আলিপুরদুয়ার, রাস্তায় ফেলে মার ডিএসপি-র দেহরক্ষীকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/24200735/alipurduar-police-beaten--270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আলিপুরদুয়ার: পুরসভার আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত আলিপুরদুয়ার। এসডিপিও-র গাড়ি ভাঙচুর। ডিএসপি-র দেহরক্ষীকে রাস্তায় ফেলে বেধড়ক মার।
আবজর্না ফেলাকে কেন্দ্র করে শনিবার আলিপুরদুয়ারে আক্রান্ত হল পুলিশ! সম্প্রতি বনচুকামারি পঞ্চায়েতের বাইরিগুড়ি গ্রামে আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেয় আলিপুরদুয়ার পুরসভা। এতে আপত্তি জানান স্থানীয়রা। গত বাইশে সেপ্টেম্বর পুরসভার গাড়ি ময়লা ফেলতে এলে বাধা দেন তাঁরা। পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
শনিবারও গ্রামে ঢোকার রাস্তায় অবরোধ হয়। আটকে পড়ে পুরসভার ময়লা ফেলার গাড়ি। জয়গাঁ উন্নয়ন পর্ষদের একটি গাড়িতে ভাঙচুর চালায় জনতা। এরপর স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে যান পুলিশ-প্রশাসনের কর্তারা। কিন্তু বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার সময়, আলিপুরদুয়ারের এসডিপিও ওয়াং ডেল ভুটিয়ার গাড়িকে নিশানা করেন স্থানীয়রা।
আধিকারিকদের গাড়িগুলি বেরিয়ে গেলেও, ঘটনাস্থলে একা পড়ে যান ডিএসপির দেহরক্ষী। জনতার ক্ষোভ গিয়ে পড়ে তাঁর ওপর। রাস্তায় ফেলে চলে কিল-চড়-ঘুসি! কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন, আহত এই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে পুলিশের বাড়তি বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, আবর্জনা ফেলা নিয়ে মুখে কুলুপ আলিপুরদুয়ার পুরসভার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)