শেষকৃত্যের সময়ে দু-দলের অশান্তি, গ্যাংওয়ারে গুলিবিদ্ধ পুলিশ
শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় সালকিয়ার বাধাঘাটে। সেখানে মদ্যপান ঘিরে দু’দল যুবকের মধ্যে অশান্তি বাধে।
সালকিয়া: জন্য নিয়ে যাওয়া হয় সালকিয়ার বাধাঘাটে। সেখানে মদ্যপান ঘিরে দু’দল যুবকের মধ্যে অশান্তি বাধে।
হাওড়ার লিলুয়ার বামনগাছিতে গ্যাংওয়ারে গুলিবিদ্ধ পুলিশ। গুরুতর আহত লিলুয়া থানার সাব ইন্সপেক্টর সুমন ঘোষ। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। তদন্তে নেমেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারাও
মাথার ওপর করোনার কালো ছায়া। এরই মধ্যে ভোট পরবর্তী অশান্তির আবহে তেতে আছে বঙ্গ রাজনীতি। এই অস্থির পরিস্থিতির মধ্যেই, হাওড়ার লিলুয়ায় গ্যাংওয়ারে গুলিবিদ্ধ পুলিশের সাব ইন্সপেক্টর। গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টরের নাম সুমন ঘোষ। লিলুয়া থানায় কর্মরত।
স্থানীয় সূত্রের খবর, সোমবার বিকেলে সন্তোষ মুখিয়া নামে লিলুয়ার বামনগাছির এক ব্যক্তির মৃত্যু হয়। শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় সালকিয়ার বাধাঘাটে। সেখানে মদ্যপান ঘিরে দু’দল যুবকের মধ্যে অশান্তি বাধে।
অভিযোগ, রাত ৮টার সময় সৎকার সেরে ফেরার পথে একদল যুবকের ওপর হামলা চালায় সশস্ত্র বাইক আরোহী দুষ্কৃতীরা। এলাকায় পরপর গুলি চলে, মুড়ি-মুড়কির মতো বোমা ফাটে বলে অভিযোগ। খবর পেয়ে SI সুমন ঘোষ-সহ ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। অভিযোগ, দুষ্কৃতীদের দিকে এগোতেই,
হঠাৎ গুলি ছুটে আসে উর্দিধারীদের লক্ষ্য করে। পায়ে গুলি লাগে সাব ইন্সপেক্টর সুমন ঘোষের। তাঁকে ভর্তি করা হয় হাওড়ার আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে।দুষ্কৃতীদের ধরতে লিলুয়ার বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি। হাওড়ার সিটি পুলিশের গোয়েন্দারাও তদন্তে নামেন।
রিমা সাউ নামে এক বাসিন্দা জানাচ্ছেন, আমরা আতঙ্কিত, কিছু বললে আমাদের ওপর চড়াও হতে পারে। লিলুয়া থানার পুলিশ অস্ত্র আইন, অশান্তি পাকানো এবং সরকারি কর্মীকে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।