এক্সপ্লোর
Advertisement
বোলপুরে অমিত শাহ-র রোড শো-র পাল্টা পদযাত্রা মমতার, ভিড়ে টেক্কা কার?
বোলপুরে অমিত শাহ-র রোড শো-র ৯ দিনের মাথায় পাল্টা পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের দাবি, পদযাত্রায় ৩ লক্ষ মানুষের ভিড় হয়েছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ, বীরভূমের বাইরে থেকে হুমকি দিয়ে লোক আনা হয়েছে।
বোলপুর: বোলপুরে অমিত শাহ-র রোড শো-র ৯ দিনের মাথায় পাল্টা পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের দাবি, পদযাত্রায় ৩ লক্ষ মানুষের ভিড় হয়েছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ, বীরভূমের বাইরে থেকে হুমকি দিয়ে লোক আনা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বোলপুরে রোড শো করে বলেছিলেন, অনেক রোড শো করেছি, এরকম রোড শো জীবনে দেখিনি। বোলপুরের এই রোড শো ঐতিহাসিক।
এদিন তৃণমূলের পাল্টা শক্তি প্রদর্শন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, মনে মনে ভাবছিলাম ঠাকুর রক্ষা করো, কোথাও স্ট্যাম্পেড না হয়।
২০ ডিসেম্বর বোলপুরে রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।৯ দিনের মাথায় সেই বোলপুরেই পাল্টা রোড শে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০ ডিসেম্বর অমিত শাহের রোড শো ছিল বোলপুরের ডাক বাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা জুড়ে।আর এদিন তৃণমূল নেত্রী রোড শো করলেন বোলপুরের লজমোড় থেকে জামবুনি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা জুড়ে।
কার রোড শোয়ে কত ভিড় হল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
অমিত শাহের রোড শোয়ের ভিড় দেখে উচ্ছ্বসিত ছিলেন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতৃত্ব।
আর এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় তিন লক্ষ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, ৩ লক্ষ মানুষ সামিল হয়েছে। বহিরাগতদের আনতে হয়নি। হিন্দিভাষীদের আনতে হয়নি। ৩টে বিধানসভা থেকে এই লোক এসেছে।
বিজেপি অভিযোগ করেছে, বীরভূমের বাইরে থেকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে লোক এনেছে তৃণমূল।
বিজেপি নেতা অনুপম হাজরার দাবি, অমিত শাহর সভার অর্ধেক লোকও আসেনি।
পাল্টা অনুব্রত বলেছেন, অনুব্রত মণ্ডলকে ভয় দেখিয়ে লোক আনতে হয় না। চাইলে প্রত্যেক শহরে ২ লক্ষ লোকের সমাবেশ করতে পারি।
বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। ভোট-যুদ্ধের আঁচ পাওয়া যাচ্ছে রাজনীতির ময়দানে। কোন দলের কর্মসূচিতে কত ভিড় হল, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে হিসেব-নিকেশ। তবে এই ভিড়কে ভোট বাক্স পর্যন্ত টেনে আনার এখন চ্যালেঞ্জ সব দলের কাছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement