এবার ব্লু হোয়েলের শিকার রাজ্যের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র, বাঁচলেন একটুর জন্য
![এবার ব্লু হোয়েলের শিকার রাজ্যের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র, বাঁচলেন একটুর জন্য Engineering Student Falls Prey In Blue Whale Trap এবার ব্লু হোয়েলের শিকার রাজ্যের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র, বাঁচলেন একটুর জন্য](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/28044407/Blue-whale-case-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ব্লু হোয়েল আতঙ্ক এবার রাজ্যের নামী ইঞ্জিনিয়ারিং কলেজে। ব্লেড দিয়ে হাত কেটে নীল তিমির ছবি আঁকলেন পড়ুয়া। ছাত্রের দাবি, পৌঁছে গিয়েছিলেন অষ্টম ধাপে। গেমের টাস্ক অনুযায়ী, ব্লেড দিয়ে কেটে হাতে তৈরি করেছিলেন নীল তিমির আদল। শেষমেশ, ফিরে আসা মারণ খেলা থেকে। সিআইডি সূত্রে খবর, কিছুদিন আগে রাজ্যের এক নামী ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার যোগাযোগ করেন সিআইডির সাইবার ক্রাইম আধিকারিকদের সঙ্গে। তিনি জানান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের এক ছাত্রের চলাফেরা সন্দেহজনক। হাতে নীল তিমির ছবি আঁকা। সিআইডির দাবি, এরপরই যোগাযোগ করা হয় ওই পড়ুয়ার সঙ্গে। শুরু হয় কাউন্সেলিং। তারপরই মারণ গেমের নেশা ছেড়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন ওই ছাত্র। বলেন, আমি ব্লু হোয়েল গেম খেলতাম। সিআইডি ভাল বুঝিয়েছে। আমি ফিরে এসেছি। ওদেরকে ধন্যবাদ। কিছুদিন আগেই সাততলা থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হয়, মুম্বইয়ের আন্ধেরির ১৪ বছরের কিশোর মনপ্রীত সিংহ। উঠে আসে ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ গেমের কথা। তারপর একাধিক ঘটনায় ঘনিয়েছে নীল তিমির আতঙ্ক। সিআইডির দাবি, সেই মারণ খেলা থেকে ফিরে এলেন রাজ্যের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)