বিবাহবহির্ভূত সম্পর্কের জের, প্রেমিককে সঙ্গে নিয়ে ছেলেকে খুন করল মা
রবিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় বছর ২১-এর তরুণ দীনবন্ধু ঘোষের মৃতদেহ। আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ, মৃতের গলায় ফাঁসের দাগ মিলেছে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ছেলেকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের কান্দিতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে তাঁর মাকে আটক করল পুলিশ। প্রতিবেশীদের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায়, সঙ্গীকে নিয়ে ছেলেকে নিকেশ করেছে মা। খুনের অভিযোগ অস্বীকার করেছেন মহিলা।
মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের খেসারত কি নিজের জীবন দিয়ে চোকাতে হল ছেলেকে? প্রেমিকের জন্য কি নিজের ছেলেকে খুন করলেন মা? মুর্শিদাবাদের কান্দির রুদ্রবাটি গ্রামে এক তরুণের রহস্যমৃত্যুতে উঠছে এই প্রশ্নই।
রবিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় বছর ২১-এর তরুণ দীনবন্ধু ঘোষের মৃতদেহ। আত্মীয় ও প্রতিবেশীদের অভিযোগ, মৃতের গলায় ফাঁসের দাগ মিলেছে।
মৃতের আত্মীয় কৃপাময় ঘোষ জানাচ্ছেন, 'আমরা এসে দেখলাম এরকম অবস্থা। গলায় দাগ। ঘরে শোওয়ানো রয়েছে। আমরা হাসপাতালে নিয়ে গেলাম। সেখানেই ওকে মৃত ঘোষণা করল ডাক্তাররা।
মৃতের বাবা মারা গিয়েছেন আগেই। সংসারে সদস্য বলতে মা আর ছেলে। পেশায় দিনমজুর দীনবন্ধুর উপার্জনেই সংসার চলত। কিন্তু কীভাবে মৃত্যু হল এই তরতাজা তরুণের? প্রতিবেশীদের অভিযোগ, মৃতের মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ছেলের সঙ্গে প্রায়ই অশান্তি হত বাড়িতে।
প্রেমিককে সঙ্গে নিয়ে মহিলাই তাঁর ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছেন।
আরেক প্রতিবেশী গোকূল ঘোষ জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল বাড়িতে ওর মায়ের সঙ্গে। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক বন্ধ করার কথা বলে। ওর মা শোনেনি। মনে হচ্ছে ওর মা সঙ্গীকে নিয়েই ছেলেকে শ্বাসরোধ করে খুন করেছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। আটক করা হয়েছে মৃতের মাকে। সূত্রে খবর, প্রাথমিক ভাবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন ধৃত।