এক্সপ্লোর
Advertisement
সরকারি হাসপাতালে সিআইডি হানা, জালে দুই ভুয়ো চিকিত্সক
উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার: উত্তর দিনাজপুরের চোপড়ার পর এবার আলিপুরদুয়ারের বীরপাড়া। সিআইডি-র জালে আরও এক ভুয়ো চিকিত্সক।
আজ সকালে বীরপাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে খুশিনাথ হালদার নামে ওই ভুয়ো চিকিত্সককে গ্রেফতার করা হয়। সিআইডি সূত্রে খবর, ভুয়ো সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিত্সা করছেন ওই ব্যক্তি। সম্প্রতি ভুয়ো চিকিত্সক চক্র ধরতে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দফতর। তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে এক ভুয়ো চিকিত্সককে গ্রেফতার করে সিআইডি।
গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর-সহ বিভিন্ন জেলায় অভিযান চালায় সিআইডি। উত্তর দিনাজপুরের চোপড়ার সরকারি হাসপাতালে গতকাল সিআইডি হানা দিলে, পালিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিত্সক কাইজার আলম। পরে বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে সিআইডি।
সূত্রের খবর, ভুয়ো শংসাপত্র দিয়ে ২০১১ সাল থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিত্সক হিসেবে কাজ করছিলেন কাইজার আলম। ডেথ সার্টিফিকেট থেকে অস্ত্রোপচার সবই করতেন তিনি। প্রতিমাসে বেতনও পেতেন স্বাস্থ্য দফতর থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement