মুর্শিদাবাদে উদ্ধার ১ লক্ষ টাকার জালনোট, গ্রেফতার বিহারের ২
মুর্শিদাবাদ: জঙ্গিপুরের পর এবার ফারাক্কায় উদ্ধার ১ লক্ষ টাকার জালনোট। মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে জাল নোটের জাল! খবর মিলেছিল আগেই। সেই মতো প্রস্তুত ছিল পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে নিউ ফারাক্কা মোড়ের কাছে অপেক্ষা করছিলেন এক মধ্যবয়স্ক মহিলা ও এক যুবক। পুলিশ গিয়ে পাকড়াও করে তাঁদের। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ টাকার জালনোট। সব ক’টি জালনোটই দু’হাজারের। ধৃতদের নাম মীনা দেবী। বয়স ৫০। অপরজন ডব্লু কুমার। বয়স ২৩। দু’জনই বিহারের নালন্দার বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মালদার কালিয়াচক হয়ে ফারাক্কায় ঢুকেছিল জালনোট। পুলিশের সন্দেহ, ওই জালনোট বিহারের পাচারের ছক ছিল। যদিও তার আগেই ছক ভেস্তে দিল ফারাক্কা থানার পুলিশ। বুধবারই জঙ্গিপুর থেকে সাড়ে ৩ লক্ষ টাকার জালনোট-সহ এক পাচারকারীকে গ্রেফতার করে সিআইডি। এবার ফারাক্কায় উদ্ধার জালনোট।