এক্সপ্লোর
গালিগালাজের প্রতিবাদ করায় ছেলেকে কোপাল বাবা, দৃষ্টি হারাতে পারে জখম কিশোর

মালদা: গালিগালাজের প্রতিবাদ করায় স্কুলপড়ুয়া ছেলেকে কোপানোর অভিযোগ মানসিক ভারসাম্যহীন বাবার বিরুদ্ধে। চিকিত্সকরা জানিয়েছেন, ডান চোখের দৃষ্টি হারানোর আশঙ্কা রয়েছে ১৩ বছরের কিশোরের। ঘটনাটি ঘটেছে মালদায়। অভিযোগ, বাবা গতকাল রাতে ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় প্রতিবাদ করে অষ্টম শ্রেণির ওই পড়ুয়া। তার জেরে বাবা ছেলের মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ছেলেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















