এক্সপ্লোর
মর্মান্তিক! মেয়ের বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বাবার

ফাইল ছবি
তারকেশ্বর: বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল হবু কনের বাবার। গুরুতর আহত তাঁর সঙ্গী। হুগলির তারকেশ্বর থানার বিষ্ণুবাটিতে গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আগামী ২৭ এপ্রিল। বিয়ের নিমন্ত্রণ সেরে বন্ধুকে নিয়ে বাইকে চড়ে চাঁপাডাঙা থেকে ধনেখালির বাড়িতে ফিরছিলেন হবু কনের বাবা মদন দুলে। বিষ্ণুবাটিতে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় মদন দুলের। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পাঠানো হয় আরেক বাইক আরোহীকে। ঘাতক লরির চালক ও খালাসি পলাতক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















