এক্সপ্লোর
গাইঘাটায় খাদ্যে বিষক্রিয়ার ফলে বাবা-মেয়ের মৃত্যু, অনুমান প্রাথমিক তদন্তে

গাইঘাটা: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় বাবা-মেয়ের রহস্য মৃত্যুতে নয়া মোড়। খাবারে বিষক্রিয়ার জেরে দুজনের মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। রবিবার সুটিয়ার গাজনা গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় বছর ৬২-র পরিতোষ দে ও তাঁর ২২ বছরের মেয়ের দেহ। শনিবার সন্ধ্যায় এলাকাতেই শেষবারের মতো দেখা গিয়েছিল পরিতোষকে। রবিবার সন্ধেয় ঘর থেকে উদ্ধার হয় তাঁর ও তাঁর মেয়ের নিথর দেহ। ঘরের দরজা খোলা ছিল। ছিল আধ খাওয়া খাবার। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দেহে আঘাতের চিহ্ন নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















