এক্সপ্লোর
মামাবাড়ি বেড়াতে এসে ‘যৌন নির্যাতনের’ শিকার শিশু, ধৃত প্রতিবেশী প্রৌঢ়

দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিনের জন্য মামাবাড়িতে ঘুরতে এসেছিল, মা-হারা ৮ বছরের শিশুটি। সেখানে যে প্রতিবেশীকে সে দাদু বলতে ডাকত, তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠল ওই শিশুকে যৌন নির্যাতনের।ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দক্ষিণ অঙ্গদবেড়িয়া। পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুরে মামাতো বোনের সঙ্গে খেলছিল শিশুটি। সেইসময় পাশের বাড়ির বাসিন্দা, বছর ৫৫-এর প্রশান্ত সর্দার তাকে বাগান দেখানোর নাম করে ডেকে নিয়ে যায়। অভিযোগ, সেখানেই শিশুটির ওপর যৌন নির্যাতন চালান তিনি। বাড়ি ফিরে শিশুটি কাঁদতে থাকায় সকলের সন্দেহ হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রশান্ত সর্দারকে গ্রেফতার করেছে ক্যানিং মহিলা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। যদিও, যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। অভিযুক্ত প্রৌঢ়ের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে শিশুটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















