এক্সপ্লোর
লিফট দেওয়ার নামে স্বর্ণ ব্যবসায়ীকে গাড়িতে তুলে গুলি করে রাস্তায় ফেলে চম্পট দুষ্কৃতীর
![লিফট দেওয়ার নামে স্বর্ণ ব্যবসায়ীকে গাড়িতে তুলে গুলি করে রাস্তায় ফেলে চম্পট দুষ্কৃতীর Gold Businessman Shot At By Miscreant At Panskura লিফট দেওয়ার নামে স্বর্ণ ব্যবসায়ীকে গাড়িতে তুলে গুলি করে রাস্তায় ফেলে চম্পট দুষ্কৃতীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/09/11135705/emd-gold-jewellery-businessman-theft-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়া লিফট দেওয়ার নামে ঘাটালের দাসপুর থেকে গাড়িতে তুলে পাঁশকুড়ায় ওড়িশার স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে রাস্তায় ফেলে দিয়ে পালাল দুষ্কৃতী। লুঠ ৩০ লক্ষ টাকার গয়না। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, ওড়িশার স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ পলমল কাল গভীর রাতে প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে কটকে ফেরার জন্য দাসপুর বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। সেই সময় সঞ্জয় নামে তাঁর এক পরিচিত স্বর্ণ ব্যবসায়ী লিফট দেওয়ার নামে গাড়িতে তোলে। কিন্তু, ওড়িশার বদলে গাড়ি হাওড়ার রাস্তায় উঠতেই সন্দেহ হয় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ পলমলের। গাড়ি থামাতে বললে প্রথমে বন্দুকের বাঁট দিয়ে মারধর এবং পরে গুলি করে কোলাঘাট থানা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে দিয়ে যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পাঁশকুড়া ও তমলুক থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)