এক্সপ্লোর
Advertisement
হলদিয়ায় প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীর ওপর দুষ্কৃতী হামলা
হলদিয়া: হলদিয়া শিল্পাঞ্চলে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ব্যবসায়ী। গুলি চালানোর অভিযোগ পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ী ভর্তি কলকাতার হাসপাতালে। যদিও, গুলি চালানোর কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। হামলায় জড়িত সন্দেহে আটক এক ব্যক্তি।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। প্রত্যক্ষদর্শীদের দাবি,
দুর্গাচকের কাছে দোকান বন্ধ করে একা সাইকেল চালিয়ে খঞ্জনচকের বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মণ্টুগোপাল অধিকারী। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই দুই বাইক আরোহী দুষ্কৃতী পিছন দিক থেকে এসে ওই ব্যবসায়ীর ওপর গুলি চালায়। পরিবারের দাবি, ব্যবসায়ীর কাঁধে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় সাইকেল থেকে পড়ে যান তিনি। আশেপাশের বাসিন্দারা ছুটে এলে বাইক ঘুরিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।
রাতে ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। পরে অবস্থার অবনতি ঘটায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হয়।
কিন্তু কেন প্রাণঘাতী হামলা হল ওই ব্যবসায়ীর ওপর?
নেপথ্যে কি ব্যবসায়িক শত্রুতা? নাকি অন্য কোনও কারণ? বিষয়টি খতিয়ে দেখছে দুর্গাচক থানার পুলিশ।
হলদিয়া অতিরিক্তি পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন,
গুলি চালানোর কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে দুষ্কৃতী হামলা হয়েছে। সম্ভবত ব্যবসায়িক রেষারেষিতেই এই ঘটনা।
হলদিয়া শিল্পাঞ্চলে দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ নতুন নয়। তবে যেভাবে প্রকাশ্যে ব্যবসায়ীর ওপর দুষ্কৃতীরা হামলা চালাল, তাতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement