এক্সপ্লোর
Advertisement
হলদিয়ায় শ্রমিক সংগঠনের সভাপতির পদ থেকে সাংসদকে সরিয়ে নিজেকেই সভাপতি বলে দাবি তৃণমূল কাউন্সিলরের! কটাক্ষ বিজেপির
২১-এর বিধানসভা ভোটের আগে শিল্পনগরীতে শাসকদলের এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল।
হলদিয়া: হলদিয়ার তৃণমূলের এক শ্রমিক সংগঠনের ইউনিয়নের সভাপতি পদ ঘিরে বিতর্ক। সভাপতি পদ থেকে দিব্যেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়ার দাবি এক তৃণমূল নেতার। সভাপতি নির্বাচন অগণতান্ত্রিক বলে দাবি দিব্যেন্দুর। যা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিএমএস।
তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতির পদ থেকে খোদ সাংসদকে সরিয়ে নিজেকেই সভাপতি বলে দাবি তৃণমূল কাউন্সিলরের! হলদিয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডলের অভিযোগ, “সাংসদকে আমরা পাই না। শ্রমিকরাই আমাকে সভাপতি নির্বাচিত করেছেন।” সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল।
২০১৮ সাল থেকে আইএনটিটিইউসি প্রভাবিত হলদিয়া রিফাইনারি ঠিকা শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। কিন্তু তাঁকে সেই পদ থেকে সরিয়ে নিজেকে সভাপতি হিসেবে দাবি করেন হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা ওই ইউনিয়নের কার্যকরী সভাপতি দেবপ্রসাদ মণ্ডল! যিনি রবিবার বলেন, “এর আগে কমিটি ভেঙে দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠ শ্রমিক আমার সঙ্গে রয়েছেন। ৩৫০ জন সদস্যের মধ্যে ২৮০ জন সদস্য সেদিন উপস্থিত থেকে আমাকে সভাপতি নির্বাচিত করেন।”
আর এ নিয়েই তুঙ্গে উঠেছে শাসকদলের অন্দরের তরজা! এভাবে সভাপতি পরিবর্তনকে অগণতান্ত্রিক বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তমলুকের তৃণমূল সাংসদ বলেছেন, “বিশ্বকর্মা পুজোর নামে সভা ডাকা হয়েছিল। সেই সভা অগণতান্ত্রিক ছিল। ট্রেড ইউনিয়নের আইনের বিরোধী। আমি সভাপতি ছিলাম, সভাপতি আছি।”
বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিব্যেন্দুর পাশে দাঁড়িয়েছে আইএনটিটিইউসি জেলা নেতৃত্ব। আইএনটিটিইউসির পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি শিবনাথ সরকার বলেছেন, “মিটিং অগণতান্ত্রিক, অবৈধ। দিব্যেন্দু অধিকারী সভাপতি ছিলেন, আছেন। মিটিং নিয়ে সভাপতিকে জানানো হয়নি। সভাপতিকে না জানিয়ে সভাপতিকে সরিয়ে দেওয়া হয়, যা শ্রম আইনের বিরোধী।”
শ্রমিক সংগঠনের সভাপতির পদ ঘিরে যখন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে, তখন তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস-এর পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী সভাপতি প্রদীপ বিজলি বলেছেন, “হলদিয়ার অধিকাংশ ইউনিয়নে তৃণমূলের দুটো গোষ্ঠী আছে। গন্ডগোল করতে করতে ওরা শেষ হয়ে যাবে।”
২১-এর বিধানসভা ভোটের আগে শিল্পনগরীতে শাসকদলের এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement