মৌসুমী অক্ষরেখা পশ্চিমাঞ্চলে সরে যাওয়ায় আপাতত বৃষ্টি থেকে রেহাই উত্তরবঙ্গের, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
![মৌসুমী অক্ষরেখা পশ্চিমাঞ্চলে সরে যাওয়ায় আপাতত বৃষ্টি থেকে রেহাই উত্তরবঙ্গের, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে Heavy Rain Forecast At South Bengal In Next 24 Hrs মৌসুমী অক্ষরেখা পশ্চিমাঞ্চলে সরে যাওয়ায় আপাতত বৃষ্টি থেকে রেহাই উত্তরবঙ্গের, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/09015503/cloudy-sky.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অবস্থান বদল করছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে উত্তরের বদলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণে। গত ৩ দিন ধরে উত্তরবঙ্গের ৫ জেলায় কমেছে বৃষ্টির পরিমান। বর্ষণ কমলেও এখনও জলমগ্ন দুই দিনাজপুর বিস্তীর্ণ এলাকা। অন্যদিকে বৃষ্টি কমায় জল নেমে গিয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তবে বৃষ্টি বন্ধ হলেও মালদার নদীগুলির জলস্তর বেড়েছে। মহানন্দা নদীর জল ঢুকে পড়ায় নতুন করে প্লাবিত হয়েছে জেলার বেশ কিছু এলাকা। এর মধ্যেই আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির উপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে পশ্চিমাঞ্চলে সরে যাচ্ছে। অক্ষরেখা সরে আসায় বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কয়েকদিন আগেই প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছিল। জলমগ্ন হয়ে পড়েছিল দুই মেদিনীপুর এবং বীরভূমের একাধিক এলাকা। প্রবল বৃষ্টি শুরু হলে উত্তরের মতো এবার দক্ষিণের জেলাগুলিতেও ফের জলবন্দি হওয়ার আশঙ্কায় বহু মানুষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)