মালদায় বসে পঞ্জাবের ব্যবসায়ীকে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক
পুলিশ সূত্রে খবর, ২১ মে, পঞ্জাবের পাঠানকোটে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
করুণাময় সিং, মালদা: এটিএম প্রতারণার ফাঁদে পঞ্জাবের ব্যবসায়ী। প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার মালদার যুবক। অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা স্বীকার করেও অভিযুক্তের পরিবারের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
মালদায় বসে পঞ্জাবের ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ। পঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার গৃহশিক্ষক। পুলিশ সূত্রে খবর, ২১ মে, পঞ্জাবের পাঠানকোটে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
অভিযোগে বলা হয়, এটিএম কার্ড ব্লক হয়ে যাওয়ার কথা বলে ফোনে পাসওয়ার্ড জেনে তিন দফায় তুলে নেওয়া হয় ২৩ লক্ষ ৮০ হাজার টাকা। তদন্তে নেমে প্রতারণার ঘটনার সঙ্গে মালদার যোগসূত্র সামনে আসে।
পুলিশের দাবি, জানা যায়, অনলাইনে মালদায় বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়। এ রাজ্যে এসে শনিবার রাতে বামনগোলা থানার পুলিশকে সঙ্গে অভিযান চালায় পঞ্জাব পুলিশ। গ্রেফতার করে পেশায় গৃহশিক্ষক শুভঙ্কর ধরকে।
মালদা জেলা আদালতের সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল জানিয়েছেন, এটিএমের পিন জেনে প্রায় ২৪ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে তুলে নেওয়া হয়। পঞ্জাবে লিখিত অভিযোগ হয়। সেই ঘটনায় মালদা থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে পঞ্জাবে নিয়ে গেছে। প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার।
ধৃতের মা সীমা ধর জানিয়েছেন, ছেলের অ্যকাউন্টে টাকা ঢুকেছিল। ব্যাঙ্কের লোক বাড়িতে এসেছিল। কয়েকদিন পুলিশ নিয়ে গেলেও ছেড়ে দেয়। কেউ ছেলেকে ফাঁসাচ্ছে। রবিবার ট্রানজিট রিমান্ডে ধৃতকে পঞ্জাবে নিয়ে যায় পুলিশ। এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।