Hooghly: চণ্ডীতলায় খাবারের হোটেলে রান্নার গ্যাস লিক করে আগুন, ভস্মীভূত ৬টি দোকান
হোটেল মালিককে তাঁর কর্মচারীরা টেনে বের করে আনেন...
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীতলা (হুগলি): খাবারের হোটেলে রান্না করার সময় গ্যাস লিক করে আগুন ধরে ভস্মীভূত হলো ছটি দোকান। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে।
হুগলির চণ্ডীতলার জলাপাড়ায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে আজ বিকেলে তারক হালদার তাঁর খাবারের হোটেলে রান্না করছিলেন।
হঠাৎ গ্যাস লিক করে আগুন হোটেলে ধরে যায়। সেই সঙ্গে সিলিন্ডারে প্রচণ্ড জোরে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ আকার ধারণ করে আগুন।
পাশের মোবাইলের দোকান, সেলুন সহ মোট ছটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। হোটেল মালিককে তাঁর কর্মচারীরা টেনে বের করে আনেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত না হলেও, প্রচুর সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ভস্মীভূত হয়ে যায় খাবারের হোটেলরে সবকিছু।
জিনিসপত্র সহ বেশ কিছু নগদ টাকা ছিল হোটেলে, সেসব পুড়ে যায়। মোবাইলের দোকানে লক্ষাধিক নগদ টাকা ছিল। তা পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয়েছে অনেক মোবাইলের।
গতকাল, নদিয়ার গয়েশপুরে তৃণমূল কর্মীর চায়ের দোকানে আগুন লাগে। আগুনে পুড়ে যায় দোকানটি। তৃণমূলকর্মীর অভিযোগ, অগ্নিকাণ্ডের নেপথ্যে বিজেপির হাত ছিল। ঘটনায় যোগ অস্বীকার করে গেরুয়া শিবির।
সোমবার, হাওড়ার সালকিয়ার বাঁধাঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৪টে নাগাদ আগুন লাগে একটি তুলোর গোডাউনে। দ্রুত তা ছড়িয়ে পড়ে।
দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষতির অনুমান করা হচ্ছে।
গত ৪ তারিখ, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া তাঁতিপাড়া পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ৪টি বাসে হঠাৎ আগুন লেগে যায়। তিনটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাস।
দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে, প্রাথমিক অনুমান দমকলের।