গৃহবধূর রহস্যমৃত্যু, ‘পণের বলি’ দাবি পরিবারের, পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা
দক্ষিণ ২৪ পরগনা: শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! আবারও উঠল পণের জন্য বধূহত্যার অভিযোগ! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত গৃহবধূর নাম মর্জিনা বিবি। স্বামীর নাম ইসরাফিল মিস্ত্রি। বাড়ি বিষ্ণুপুর থানার চক এনায়েত নগরে। ৫ বছর আগে ইসরাফিলের সঙ্গে বিয়ে হয় মর্জিনার। পুত্রসন্তান আছে। গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের দাবি, বিয়ের সময় সাধ্যমতো যৌতুক দিলেও, প্রায়ই বাপের বাড়ি থেকে টাকা আনতে মর্জিনাকে চাপ দিতেন শ্বশুরবাড়ির সদস্যরা। অস্বীকার করলেই মর্জিনাকে মারধর করা হত বলে অভিযোগ। গৃহবধূর বাপের বাড়ির সদস্যদের দাবি, শনিবার বিকেলে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাঁদের বলা হয়, আত্মঘাতী হয়েছেন মর্জিনা! মৃত গৃহবধূর দিদির দাবি, শ্বশুরবাড়ির লোকেরাই তাঁর বোনকে মেরে ফেলেছে। তাদের শাস্তির দাবি করেন তিনি। মেয়ের মৃত্যুসংবাদ পাওয়ার পরই পুলিশকে খবর দেন বাপের বাড়ির সদস্যরা। তবে মৃতের শ্বশুরবাড়ির সদস্যরা সবাই পলাতক।