Howrah MC Vaccination Initiative: তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ, পুজো উদ্যোক্তাদের টিকাকরণ হাওড়ায়
অরূপ রায় জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউকে আটকানোই এর মূল উদ্দেশ্য। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুজোর উদ্যোক্তারাও।
সুনীত হালদার, হাওড়া: আর মাত্র কয়েকমাস। তার পরেই দুর্গা পুজো। তবে রাজ্যে করোনার প্রকোপ চিন্তা বাড়াচ্ছেই। আপাতত দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি সামলাতে ভ্যাকসিনেশনই একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবদিক মাথায় রেখে এবার তাই নয়া উদ্যোগ নিল হাওড়া পুরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। জানানো হয়েছে, দুর্গাপুজোর আগে সমস্ত পুজো উদ্যোক্তাদের ভ্যাকসিন দেওয়া হবে।
আজ শুক্রবার থেকেই হাওড়া শরৎ সদনে দুর্গাপুজো উদ্যোক্তাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী এবং হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। এ দিন তিনি বলেন 'হাওড়া পুরসভা এলাকার মোট ১০৪৫টি ক্লাবের ৫০ জন করে সদস্যকে ভ্যাকসিন দেওয়া হবে। মূলত পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন যাঁরা, অর্থাৎ প্যান্ডেল তৈরির কারিগর, ইলেকট্রিশিয়ন, ঢাকি এবং পুরোহিতদের অগ্রাধিকারর ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।'
অরূপ রায় আরও জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউকে আটকানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুজোর উদ্যোক্তারাও। 'তারা জানিয়েছেন এটা খুবই ভাল উদ্যোগ। এতে আমাদের দুর্গা পুজো করতে আরও সুবিধা হবে।