সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান।
![সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে in malda district The Trinamool chief was accused of stealing government relief rice and wheat সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/14/68e05743907915d441816e83a9bcefd2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: এবার অভিযোগের তির খোদ তৃণমূল প্রধানের দিকে। সরকারি ত্রাণের চাল-গম চুরির অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। মালদার রতুয়ার সামসি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘটনায় রতুয়া ১ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে উপভোক্তাদের একাংশ।
উপভোক্তাদের অভিযোগ, গত তিনবছর ধরে দুঃস্থদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের চাল-গম মিলছে না। এমনকি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মৃত ব্যক্তির নামে ওই চাল-গম তুলে নিচ্ছেন বলেও অভিযোগ। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান শ্রবণ কুমার দাস।
আর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। অভিযুক্ত প্রধানের পাশে দাঁড়িয়ে দুর্নীতি-যোগের নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে জেলা তৃণমূল কো-অর্ডিনেটর দুলাল সরকার। যদিও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)