এক্সপ্লোর
সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, নদিয়া থেকে গ্রেফতার অভিযুক্ত

নদিয়া: রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মী পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। অভিযোগ, রাজ্য সরকারের চতুর্থ শ্রেণির কর্মী পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা পম্পা দাসের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। এরপর ওই তরুণীকে একাধিক এসএমএস পাঠিয়ে নিউটাউন অ্যাকশন এরিয়া - টু-তে ইউটিলিটি বিল্ডিংয়ে নিয়োগপত্র দেওয়ার নাম করে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ২০১৭-র ৮ ডিসেম্বর সাইবার অপরাধ দমন থানায় অভিযোগ জানান ওই তরুণী। তদন্তে নেমে গতকাল রাতে নদিয়া কোতয়ালি থানার কাঠুরিয়াপাড়া থেকে ধনঞ্জয় দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















