Nadda In Bengal: "নাড্ডার নিরাপত্তায় ছিল গাফিলতি, পুলিশ দুষ্কৃতীদের আটকায়নি", হেস্টিংসে বিক্ষোভ নিয়ে অমিত শাহকে চিঠি দিলীপের
বিজেপি নেতা রাকেশ সিং-এর দাবি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মদতেই এই গণ্ডগোল হয়েছে
কলকাতা: জে পি নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রকে চিঠি লিখল রাজ্য বিজেপি।
অমিত শাহকে লেখা চিঠিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নিরাপত্তায় ছিল গাফিলতি। লাঠি-বাঁশ নিয়ে ২০০ জন দুষ্কৃতী এসেছিল হেস্টিংসের কার্যালয়ে। পুলিশ দুষ্কৃতীদের আটকায়নি।’
আজ আজ অভিষেকের কেন্দ্রে যাচ্ছেন জে পি নাড্ডা। তার আগে ডায়মন্ডহারবারে হামলার আশঙ্কা দিলীপের। হামলা হতে পারে রাস্তাতেও, আশঙ্কা বিজেপি রাজ্য সভাপতির।
বছর ঘুরলেই বঙ্গ বিধানসভা হাইভোল্টেজ নির্বাচন। একুশের নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে দুদিনের সফরে গতকালই কলকাতায় আসেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। গতকাল হেস্টিংসে গেছিলেন দলের নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন করতে।
সূত্রের খবর, মুরলীধর সেন লেন নয়, ’২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির কন্ট্রোল রুম হতে চলছে এই পার্টি অফিস। এখানেই বসেই ভোট প্রক্রিয়া পরিচালনা করবেন বঙ্গ বিজেপির কাণ্ডারিরা!
সেখানে উপস্থিত হতেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় নাড্ডাকে। বিক্ষোভকারীরা নাড্ডার সামনে কালো পতাকা হাতে নিয়ে কেন্দ্রের কৃষি-নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।
বিজেপির সর্বভারতীয় সভাপতির গাড়ি এসে দাঁড়ায় হেস্টিংসের আগরওয়াল হাউসে, বিজেপির পার্টি অফিসের সামনে। নাড্ডা গাড়ি থেকে নামতে না নামতেই, সেখানে চলে আসে জনা পঞ্চাশেক বিক্ষোভকারী! হাতে কালো পতাকা। মুখে গো ব্যাক স্লোগান।
সেই সময় ঘটনাস্থলে গুটি কয়েক পুলিশ কর্মী উপস্থিত ছিলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা।
কারও হাতে বাঁশ। কারও হাতে চ্যালাকাঠ। যুযুধান দু’পক্ষকে সামলাতে পুলিশের তখন হিমশিম অবস্থা। এই সময় বন্দর এলাকার বিজেপি নেতা রাকেশ সিংও আরও কিছু কর্মী-সমর্থককে নিয়ে সেখানে হাজির হন। পরিস্থিতি আরও তেতে ওঠে।
তুমুল বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। হাতাহাতি শুরু হওয়ার উপক্রম। কোনওমতে সংঘর্ষ এড়াতে সক্ষম হন পুলিশ কর্মীরা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে পারস্পরিক দোষারোপের পালা।
বিজেপির অভিযোগ, নাড্ডাকে ঘিরে পরিকল্পিত বিক্ষোভের পিছনে মদত আছে তৃণমূলের। পাল্টা দাবি, কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে বিরোধিতার সুর নাড্ডার কানে তোলার জন্যই বিক্ষোভ প্রদর্শন।
বিজেপি নেতা রাকেশ সিং-এর দাবি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মদতেই এই গণ্ডগোল হয়েছে। ঠিল, পাটকেল ছুড়ে জে পি নাড্ডাকে খুনের চেষ্টা হয়েছে।
এনিয়ে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাকেশ। এবিষয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, জে পি নাড্ডা যে ওই জায়গায় আসবেন তা তিনি জানতেনই না।