Nadda Rath Yatra LIVE Updates: ‘ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন’, লালগড়ে মমতাকে আক্রমণ নাড্ডার
‘বাংলার মাটিতে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা, মমতার রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে, এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে...’, বলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি
LIVE
Background
বীরভূম ও ঝাড়গ্রাম: আজ থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। পরিবর্তন যাত্রার সূচনা করতে চলতি মাসে দ্বিতীয়বার রাজ্যে এলেন জে পি নাড্ডা।
এদিন দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করবেন তিনি। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে।
তার আগে গোটা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বীরভূম জেলার ১১টি বিধানসভাজুড়ে পরিক্রমা করবে বিজেপির রথ। পাড়ি দেবে ৩২৮ কিলোমিটার পথ।বিজেপির রথযাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এটি রাজনৈতিক কর্মসূচি। তাই তৃণমূলের তরফে কোনওরকম বাধা দেওয়া হবে না।
বীরভূমের পাশাপাশি, ঝাড়গ্রামেও বিজেপির রথযাত্রার সূচনা করবেন জে পি নাড্ডা। কপ্টারে চড়ে এদিন দুপুরে লালগড়ের সজীব সঙ্ঘ ময়দানের হেলিপ্যাডে নামবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
পাশের মাঠে তাঁর জনসভা করার কথা রয়েছে। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। এরপর ঝাড়গ্রাম শহরে পৌঁছে সিধো-কানহুর মূর্তিতে মালা দেবেন জে পি নাড্ডা।
স্থানীয় আদিবাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। ঝাড়গ্রাম থেকে যাবেন খড়গপুরে। আজ সেখানেই রাত্রিবাস করবেন জে পি নাড্ডা।
BJP Parivartan Yatra LIVE: ‘ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন’, লালগড়ে মমতাকে আক্রমণ নাড্ডার
‘জয় শ্রীরাম স্লোগান দিলেই মমতা রেগে যান। অন্যদিকে তোষণের রাজনীতি করে যাচ্ছেন মমতা। ভালো কাজ তো করতে পারবেন না, এবার প্রায়শ্চিত্ত করুন।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা
BJP Parivartan Yatra LIVE: ‘চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সব বাংলায়’, লালগড়ে নাড্ডা
‘চাল চোর, ত্রিপল চোর, গরু চোর সব বাংলায়। বাংলায় সংস্কৃতির অপমান করছেন মমতা। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা মমতা। বিজেপির পরিবর্তন যাত্রা বাংলায় পরিবর্তন আনবে।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা
BJP Parivartan Yatra LIVE: ‘মোদিজি টাকা পাঠান, যায় তৃণমূল নেতাদের পকেটে’, লালগড়ে নাড্ডা
‘কিষাণ নিধি প্রকল্পে ১১ কোটি কৃষক সাহায্য পেয়েছেন। বাংলায় ৭৩ লক্ষ কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এলে কিষাণ নিধির বকেয়া টাকাও পাবেন কৃষকরা। মোদিজি টাকা পাঠান, কিন্তু সেই টাকা গরিবের কাছে পৌঁছয় না। সেই টাকা যায় তৃণমূল নেতাদের পকেটে।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা
BJP Parivartan Yatra LIVE: ‘মমতা শুধু বলেন হবে না হবে না, মে মাসে হবে, হবে হবে’, লালগড়ে নাড্ডা
‘আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে লাগু করতে দেননি মমতা। মমতা শুধু বলেন হবে না হবে না, মে মাসে হবে, হবে হবে। মে মাসে বিজেপি ক্ষমতায় আসবে, তখন আয়ুষ্মান প্রকল্প চালু হবেষ’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা
BJP Parivartan Yatra LIVE: ‘ বাংলায় মানব পাচারের সংখ্যা সবচেয়ে বেশি’, লালগড়ে নাড্ডা
‘বাংলায় আদিবাসী মহিলারা সুরক্ষিত নন। কেন্দ্র কম দামে চাল পাঠায়, রাজ্য দেয় না। শবর জাতির ৮ জন না খেতে পেয়ে মারা গেছেন। বাংলায় মানব পাচারের সংখ্যা সবচেয়ে বেশি।’ লালগড়ের সভায় বললেন জেপি নাড্ডা