এক্সপ্লোর

চালু হয়ে গেল বহির্বিভাগ, এ বছরের শেষেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে কল্যাণী এইমস

Kalyani AIIMS opens with limited OPD: এইমস কল্যাণীর পথচলা শুরু হল আটটি বহির্বিভাগের চালুর মধ্য দিয়ে। জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, চর্মরোগ, চক্ষু, ইএনটি এবং মনোরোগ বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা ৷ সময় সোম থেকে শুক্র সকাল ন'টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সুদীপ্ত আচার্য, কলকাতা: চালু হয়ে গেল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (AIIMS) কল্যাণীর সীমিত বহির্বিভাগ পরিষেবা। গতকাল, বুধবার এইমস (AIIMS), কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন।

এই রাজ্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স (AIIMS) কোথায় স্থাপন করা হবে এই নিয়ে কিন্তু কম আলোচনা ও বিতর্ক হয়নি। ২০১৪ সালে এই রাজ্যে প্রথম এইমস স্থাপনের কথা ঘোষণা করা হয় ৷ পরিকল্পনা রূপায়ণের প্রাথমিক কাজ শুরু হয় ২০১৫ সাল থেকে। অনেকেই চেয়েছিলেন দক্ষিণবঙ্গের পরিবর্তে উত্তরবঙ্গে এইমস তৈরি করা হোক, কিন্তু শেষ পর্যন্ত নদীয়ার কল্যাণীতে এই রাজ্যের প্রথম এইমস তৈরির সিদ্ধান্ত হয়। সেইমতো কল্যাণীতে ২০১৬ সালে এইমস-এর ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। অবশ্য তারও অনেক বছর আগে কল্যাণীতে এইমসের ধাঁচে একটি কেন্দ্রীয় চিকিৎসাবিজ্ঞান সংস্থার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ হয়েছিল ৷ সেটি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল প্রয়াত রাজ্যপাল নুরুল হাসানের নামে। যদিও ওই প্রতিষ্ঠান তৈরির কাজ সেভাবে এগোয়নি, পরে যখন এই রাজ্যের প্রথম এইমস তৈরির প্রস্তাবে সিলমোহর পড়ে, তখন স্বাভাবিকভাবেই প্রথম পছন্দ হিসেবে উঠে আসে কল্যাণীর নামই। কলকাতা থেকে অবস্থানগত দূরত্ব, যাতায়াতের সুবিধা, প্রয়োজনীয় জমি পাওয়ার সুবিধা-সহ বিভিন্ন কারণে কল্যাণীতে এমস স্থাপনের জন্য প্রস্তাব দেয় রাজ্য সরকার। সেইমতো জমির ব্যবস্থাও করে দেওয়া হয়। ২০১৬ সালের কল্যাণী শহরের উপকণ্ঠে ১৯৭ একর জায়গা জুড়ে শুরু হয় এইমস তৈরির কাজ।

চালু হয়ে গেল বহির্বিভাগ, এ বছরের শেষেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে কল্যাণী এইমস

সেই এইমস কল্যাণীর পথচলা শুরু হল আটটি বহির্বিভাগের চালুর মধ্য দিয়ে। জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, চর্মরোগ, চক্ষু, ইএনটি এবং মনোরোগ বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা ৷ সময় সোম থেকে শুক্র সকাল ন'টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এইমস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র আগে থেকে অ্যাপোয়েন্টমেন্ট করে রাখা রোগীদেরই চিকিৎসার সুযোগ দেওয়া হবে। এইমস কল্যাণীর ফোন নম্বরে (03329516005) প্রত্যেক কাজের দিন সকাল আটটা থেকে এগারোটার মধ্যে যোগাযোগ করে পরের দিন চিকিৎসার জন্য রোগীর নাম নথিভুক্ত করা যাবে, আগে এলে আগে, এর ভিত্তিতে। এছাড়া "এইমস কল্যাণী স্বাস্থ্য" নামক একটি মোবাইল অ্যাপের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যাবে।

চালু হওয়া আটটি বহির্বিভাগে রোগী দেখা হবে সকাল ন'টা থেকে দুপুর একটা পর্যন্ত। বহির্বিভাগে চিকিৎসা করানোর জন্য এখন রোগী প্রতি ১০ টাকা দিতে হবে।

এখনও পর্যন্ত প্রতিদিন দেড়শ থেকে দুশো রোগীর নাম নথিভুক্ত করার ব্যবস্থা থাকছে। গতকাল, বুধবার এবং আজ, বৃহস্পতিবার মিলিয়ে প্রায় ২০০ রোগী নতুন এই বহির্বিভাগ পরিষেবার সুবিধা নিয়েছে বলে জানা গেছে এইমস সূত্রে। এইমস সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৩৩ জন শিক্ষক, চিকিৎসক নিযুক্ত হয়েছেন এইমস কল্যাণীর জন্য। আরও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে দ্রুত।

এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহ জানিয়েছেন এই বছরের শেষের দিকে ৩০০ শয্যা সম্বলিত এইমস হাসপাতালের ইন্ডোর পরিষেবা চালু করা হবে বলে তারা আশাবাদী, পাশাপাশি বাইরে থেকে যে সমস্ত রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাবেন তাদের পরিজনদের থাকার জন্য গেস্ট হাউস তৈরির কাজও চলছে।

শুধুমাত্র এই রাজ্যের রোগীদের জন্য না, সমগ্র পূর্ব ভারতের রোগীদের চিকিৎসার জন্যই একটা উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এইমস কল্যাণীকে। সেই মত দ্রুত গতিতে চলছে কাজ। ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরে রয়েছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে কল্যাণী বা মদনপুর স্টেশনে নেমে সহজেই পৌঁছে যাওয়া যাবে কল্যাণী এইমস-এ। কল্যাণী এইমস-এর সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করার জন্য ওই প্রতিষ্ঠান সংলগ্ন যোগাযোগকারী রাস্তার সম্প্রসারণ ও সংস্কার করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, পাশাপাশি কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজও শুরু হয়েছে ৷ যা সম্পন্ন হলে এয়ারপোর্ট থেকে অতি দ্রুত পৌঁছে যাওয়া যাবে কল্যাণী এইমসে। আপাতত বহির্বিভাগ পরিষেবার এই সূচনায় খুশি নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং সন্নিহিত এলাকার মানুষেরা।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Fake Voter: 'যাঁরা জীবন ও ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদের নাম কাটা যাবে না..' !
Fake Voter: 'যাঁরা জীবন ও ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদের নাম কাটা যাবে না..' !
South 24 Pargana News : মুদির দোকানে মদবিক্রি ! পুলিশ পৌছতেই লাঠি হাতে এগিয়ে এলেন মহিলা, উর্দি ধরে টানাটানি
মুদির দোকানে মদবিক্রি ! পুলিশ পৌছতেই লাঠি হাতে এগিয়ে এলেন মহিলা, উর্দি ধরে টানাটানি
Accident News : ফুটপাতে বসা ২ শ্রমিককে পিষে দিল জনপ্রিয় ইউটিউবারের ল্যাম্বরগিনি, ইদের আগে ভয়াবহ দুর্ঘটনা
ফুটপাতে বসা ২ শ্রমিককে পিষে দিল জনপ্রিয় ইউটিউবারের ল্যাম্বরগিনি, ইদের আগে ভয়াবহ দুর্ঘটনা
Weather Update: তীব্র দহন থেকে মুক্তি, এপ্রিলের শুরুতেই হাওয়া বদলের পূর্বাভাস
তীব্র দহন থেকে মুক্তি, এপ্রিলের শুরুতেই হাওয়া বদলের পূর্বাভাস
Advertisement
ABP Premium

ভিডিও

Mamata Banerjee: ইদের অনুষ্ঠান থেকে বাম-বিজেপিকে একযোগে নিশানা মমতার, কী বললেন তিনি?Mamata Banerjee: 'আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রীষ্টান', বার্তা মমতারMamata Banerjee: 'এরা কি ডিভাইড অ্যান্ড রুল চায়?' কাদের নিশানা করলেন মমতা?Ramnavami News: রামনবমীর আগেই চড়ছে পারদ, অস্ত্র মিছিলের ডাক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Voter: 'যাঁরা জীবন ও ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদের নাম কাটা যাবে না..' !
Fake Voter: 'যাঁরা জীবন ও ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন, তাঁদের নাম কাটা যাবে না..' !
South 24 Pargana News : মুদির দোকানে মদবিক্রি ! পুলিশ পৌছতেই লাঠি হাতে এগিয়ে এলেন মহিলা, উর্দি ধরে টানাটানি
মুদির দোকানে মদবিক্রি ! পুলিশ পৌছতেই লাঠি হাতে এগিয়ে এলেন মহিলা, উর্দি ধরে টানাটানি
Accident News : ফুটপাতে বসা ২ শ্রমিককে পিষে দিল জনপ্রিয় ইউটিউবারের ল্যাম্বরগিনি, ইদের আগে ভয়াবহ দুর্ঘটনা
ফুটপাতে বসা ২ শ্রমিককে পিষে দিল জনপ্রিয় ইউটিউবারের ল্যাম্বরগিনি, ইদের আগে ভয়াবহ দুর্ঘটনা
Weather Update: তীব্র দহন থেকে মুক্তি, এপ্রিলের শুরুতেই হাওয়া বদলের পূর্বাভাস
তীব্র দহন থেকে মুক্তি, এপ্রিলের শুরুতেই হাওয়া বদলের পূর্বাভাস
Dilip On Eid:ইদের শুভেচ্ছা, 'সবাইকে সিমাই পার্টির নিমন্ত্রণ' দিলীপের !
ইদের শুভেচ্ছা, 'সবাইকে সিমাই পার্টির নিমন্ত্রণ' দিলীপের !
Gold Price: এপ্রিলেই লাখের ঘর ছোঁবে সোনার দাম? সপ্তাহের শুরুতে কত রেট?
এপ্রিলেই লাখের ঘর ছোঁবে সোনার দাম? সপ্তাহের শুরুতে কত রেট?
Abhigya Anand : মায়ানমারের ভূমিকম্পের কথা ৩ সপ্তাহ আগেই বলে দিয়েছিলেন, আর কী ভবিষ্যদ্বাণী অভিজ্ঞ আনন্দের?
মায়ানমারের ভূমিকম্পের কথা ৩ সপ্তাহ আগেই বলে দিয়েছিলেন, আর কী ভবিষ্যদ্বাণী অভিজ্ঞ আনন্দের?
Ram Nabami Poster: ‘রামনবমী পালন করুন’, এবার কলকাতাজুড়ে পোস্টার
‘রামনবমী পালন করুন’, এবার কলকাতাজুড়ে পোস্টার
Embed widget