এক্সপ্লোর
Advertisement
রাজ্যে প্রভাব ফেলতে ব্যর্থ নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা বনধ
কলকাতা: নোট বাতিলের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সচল শহর। প্রতিদিনের মতোই সকালে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে স্কুল-কলেজ-অফিসযাত্রীরা। বাস পরিষেবা স্বাভাবিক। চলছে ট্যাক্সিও। ধর্মঘট মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। চলছে মোবাইল পেট্রোলিং। জনবহুল এলাকায় রয়েছে পুলিশ পিকেট। তথ্যপ্রযুক্তি সেক্টরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।
কেন্দ্রের নোট বাতিলের প্রতিবাদে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত সিপিএমের মিছিল। নেতৃত্বে ছিলেন বিধায়ক সুজন চক্রবর্তী। তবে জোর করে ধর্মঘট সফল করার চেষ্টা করা হবে না বলে তিনি দাবি করেন। তাঁর মন্তব্য, নোট ইস্যুতে কেন্দ্রের সঙ্গে তৃণমূল সরকারের গোপন আঁতাঁত রয়েছে।
স্বাভাবিক শহরের বিভিন্ন হাসপাতালের পরিষেবা। স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি স্বাভাবিক। রোগীদেরও হাসপাতালে পৌঁছতে তেমন কোনও সমস্যায় পড়তে হয়নি।
মেট্রো রেল পরিষেবাও অন্যান্য দিনের মত। গন্তব্যে পৌঁছতে সকাল থেকেই যাত্রীদের চেনা ভিড়। একই ছবি ট্রাম ডিপোগুলিতেও।
সেক্টর ফাইভে যান চলাচল স্বাভাবিক। রাস্তার পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে পুলিশ।
পুরোপুরি স্বাভাবিক কলকাতা বিমানবন্দর। ট্যাক্সি পরিষেবাও পুরোপুরি স্বাভাবিক।
একইভাবে স্বাভাবিক ট্রেন পরিষেবা। শিয়ালদা ও হাওড়া স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক। মিলছে প্রিপেড ট্যাক্সিও। এখনও পর্যন্ত কোনও হয়রানির ছবি ধরা পড়েনি।
জেলার ছবিটাও স্বাভাবিক। সকাল থেকে চলছে সরকারি-বেসরকারি বাস। অন্যদিনের মতোই রাস্তায় বেরিয়েছেন সাধারণ মানুষ।
বামেদের ডাকা ধর্মঘটে কোনও প্রভাবই পড়েনি দুর্গাপুরে। স্কুল কলেজে হাজিরা স্বাভাবিক। বিভিন্ন স্কুলে চলছে পরীক্ষা।
ধর্মঘটের বিরুদ্ধে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পথে নেমেছে তৃণমূল। আজ সকালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, বেনাচিতি বাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন শাসকদলের কর্মীরা। তবে কোথাও পথে নামতে দেখা যায়নি ধর্মঘটীদের।
বামেদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়েনি অন্যান্য শিল্পাঞ্চলেও। হলদিয়া, ব্যারাকপুর, হুগলির শিল্পাঞ্চলগুলিতে কলকারখানায় স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। শ্রমিকদের হাজিরা স্বাভাবিক।
বীরভূমের বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে সরকারি বাস চললেও, সকাল থেকে বন্ধ বেসরকারি বাস। পরে পুলিশের হস্তক্ষেপে বোলপুরে কয়েকটি বেসরকারি বাস রাস্তায় নামলেও, সিউড়ি ও রামপুরহাটে বেসরকারি বাস চলাচল শুরু হয়নি। অসুবিধেয় পড়েছেন গ্রামাঞ্চলের বাসিন্দারা।
মেদিনীপুর এবং ঝাড়গ্রাম শহরে তৃণমূলের বাইক মিছিল বার হয়। ঝাড়গ্রামে জনজীবন স্বাভাবিক রাখতে বিধায়ক সুকুমার হাঁসদার নেতৃত্বে পদযাত্রা বার করে তৃণমূল।
পুরুলিয়ার আদ্রাতেও বার হয় তৃণমূলের বাইক মিছিল। সকাল সাড়ে ৮টা থেকে শহরজুড়ে দলীয় পতাকা লাগানো বাইক নিয়ে মিছিল করেন তৃণমূলকর্মীরা। ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়, দোকানপাট খোলা রাখতে হবে।
আজ গাড়ি রাস্তায় না নামালে আগামী একমাস অটো চালাতে দেওয়া হবে না-এই মর্মে নোটিস টাঙিয়ে ক্যানিং-বারুইপুর রুটের অটোচালকদের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। যদিও, ক্যানিংয়ের যুব তৃণমূল নেতৃত্বের দাবি, আইএনটিটিইউসি এরকম কোনও ফতোয়া জারি করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
পুজো পরব
জেলার
Advertisement