এমাসের শেষেই মাধ্যমিকের ফল, উচ্চমাধ্যমিকের সম্ভবত জুনের গোড়ায়
কলকাতা: নতুন আদলের মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বিভ্রান্তি ক্রমেই বাড়ছিল। সোশ্যাল নেটওয়ার্কি সাইট থেকে মানুষের মুখে মুখে ফিরছিল, আগামী ১০ মে ফল প্রকাশ। একই খবর ছিল বিভিন্ন স্কুলের কাছেও। খবরে সত্যতা যাচাই করতে পর্ষদের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়া থেকে অভিভাবকরা। সেই বিভ্রান্তি কাটাতেই এবার আসরে নামল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি জানালেন, ১০ মে ফল প্রকাশের খবর ভিত্তিহীন। মাধ্যমিকের ফল বেরোবে মে মাসের শেষে। এদিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, মে মাসের শেষে, ২৪ থেকে ৩১ তারিখের মধ্যে ফল প্রকাশিত হবে। ১০ মের খবর গুজব। গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১ ফেব্রুয়ারি। এবার ফেব্রুয়ারির ২২ তারিখ। গতবার ফল প্রকাশ হয় ১০ মে। যেহেতু এবার পরীক্ষা পিছিয়েছে ২২ দিন, তাই স্বাভাবিকভাবে এত তাড়াতাড়ি ফল প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছে পর্ষদ। এবারের মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৭১ হাজার ৭১৭। নতুন আদলের মাধ্যমিকে ৯০ নম্বরের লিখিত পরীক্ষার ৪০ শতাংশই ছিল মাল্টিপল চয়েস এবং এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। ছিল নম্বর তোলার দেদার হাতছানি। সেই মাধ্যমিকেরই ফল প্রকাশ ঘিরেই বিভ্রান্তি। বিভ্রান্তি কাটাতে আসরে পর্ষদ। অন্যদিকে, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ১ অথবা ২ জুন প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফল।