Malda: প্রেমিকের বাড়ির সামনে ধর্না তরুণীর, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি
Allegation of false promise of marriage, protest of Malda girl in front of boyfriend's home. | বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
![Malda: প্রেমিকের বাড়ির সামনে ধর্না তরুণীর, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি Malda girl sit in protest in front of boyfriend's home demanding marriage Malda: প্রেমিকের বাড়ির সামনে ধর্না তরুণীর, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/b7d1775f0f2fba1f12f57e22a5f8ee70_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অভিজিত্ চৌধুরী, মালদা : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পরও বিয়ে না করার অভিযোগে প্রেমিকের বাড়ির সামনে ধর্না তরুণীর, আত্মহত্যার হুমকি। এই ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলে। এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ওই তরুণীকে।
বৃহস্পতিবার সকালে টানটান নাটক জমে যায় মালদার চাঁচলে। প্রতিবেশী প্রেমিকের বাড়ির সামনে আচমকাই হাজির হন ওই তরুণী। তিনি বসে পড়েন প্রেমিকের বাড়ির সামনে। ওই তরুণীর অভিযোগ, প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেও, এখন বিয়ে করতে রাজি হচ্ছেন না। অন্য জায়গায় তাঁর বিয়ে দিচ্ছেন বাড়ির লোক। ওই তরুণীকে ঘিরে রীতিমতো ভিড় জমে যায়। অনেকেই তাঁকে রাস্তায় বসে না থেকে উঠে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু ওই তরুণী নিজের দাবিতে অনড় থাকেন। তিনি দাবি করেন, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি না দিলে ধর্না থেকে উঠবেন না। এই নিয়ে প্রেমিকের বাড়ির লোকের সঙ্গে বচসাও বেঁধে যায় তাঁর।
এই তরুণীর সঙ্গে যে প্রতিবেশী যুবকের সম্পর্ক ছিল, তা মানছেন প্রতিবেশীরা। আমেরুল হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘ওদের অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। এখন বিয়ে করতে রাজি হচ্ছে না বলে ধর্নায় বসেছে।’
শেষপর্যন্ত বৃহস্পতিবার রাতে চাঁচল থানার পুলিশ এসে তরুণীকে প্রথমে আটক করে হাসপাতালে নিয়ে যায়। পরে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে চাঁচোল থানার আইসি জানিয়েছেন, ‘ওই তরুণী বা তাঁর পরিবারের লোকজন গোটা ঘটনা পুলিশকে জানাতে পারতেন। তাহলে পুলিশ আইনমাফিক পদক্ষেপ করত। কিন্তু তা না করে ওই তরুণী এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে পরিবেশ নষ্ট করছিলেন। এই কারণেই ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে।’
এভাবে একজন তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসছেন, এই ঘটনা অভিনব। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করা হলেও, তাঁর প্রেমিকের বিরুদ্ধে আইন অনুযায়ী কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, সেটা এখনও জানা যায়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)