Malda: সরকারি প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ মালদায়
একাধিক গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থার আশ্বাস স্থানীয় নেতৃত্বের।
করুণাময় সিংহ, মালদা : মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে সরকারি প্রকল্পে বাড়ি পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। আজ সকালে ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান গ্রামবাসীরা। যদিও ওই পঞ্চায়েত সদস্য অভিযোগ অস্বীকার করেছেন। বিডিও জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।
আবার ফিরল কাটমানি বিক্ষোভ। বিধানসভা নির্বাচনের মাসখানেক আগে থেকে কাটমানি নিয়ে খুব একটা অভিযোগ শোনা যায়নি মালদায়। কিন্তু ভোট মেটার দু’মাস পর আবার যে কে সেই। মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে বিডিও অফিসের সামনে মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল সদস্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাটমানি নিয়েছেন।
শুধু একজন নন, একাধিক গ্রামবাসী একই অভিযোগ করেছেন ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন। জনৈক অভিযোগকারী পায়েল খাতুন বলেছেন, 'আমার কাছে টাকা চেয়েছিল। আমি ৫ হাজার টাকা দিই। তা সত্ত্বেও তালিকায় মার নাম আসেনি। ওই পঞচায়েত সদস্য আমার নাম কেটে দিয়েছে'। অপরদিকে তৃণমূল নেতা ও অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য প্রকাশ দাসের বক্তব্য, 'মিথ্যে অভিযোগ। আমি কারও কাছ থেকে কোনও টাকা নিইনি। গ্রামবাসীদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন।'
অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাস বলেছেন, 'কেউ বেআইনি কাজ করলে প্রমাণ হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।' যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মালদার বিজেপি সাধারণ সম্পাদক কিষাণ কেডিয়া বলেছেন, 'এই সরকার কাটমানির সরকার। এখন মানুষ বুঝতে পারছে।' এদিকে হরিশ্চন্দ্রপুর ১ নম্বরের বিডিও জানিয়েছেন, অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে কাটমানি বিতর্কে বেশ তপ্ত পরিস্থিতি মালদার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা গ্রামে।