Malda: বাইক চোর সন্দেহে গ্রেফতার ২, উদ্ধার ১১টি চোরাই মোটরসাইকেল
ধৃতরা পুরাতন মালদার বিভিন্ন জনবহুল এলাকা থেকে এই বাইকগুলি চুরি করত
করুণাময় সিংহ, পুরাতন মালদা: বাইক চোর সন্দেহে গ্রেফতার ২ যুবক। উদ্ধার ১১টি চোরাই মোটরবাইক।
গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদার বালা সাহাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অভিযান চালায় মালদা থানার পুলিশ। সেখান থেকে চুরি যাওয়া মোটরবাইক সমেত দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আরও বাইকের তথ্য। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম ইমরান আলি এবং মোস্তাফিজুর রহমান।
এর মধ্যে ইমরানের আলির বাড়ি পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর এলাকার জলঙ্গা গ্রামে এবং অপর ধৃত যুবক বৈষ্ণব নগর থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা।
ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার গভীর রাত্রে নারায়ণপুরের জলঙ্গা গ্রামে হানা দিয়ে মালদা থানার পুলিশ একটি পরিত্যাক্ত বাড়ি থেকে চুরি হওয়া মোটরবাইকগুলি উদ্ধার করে।
মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানান, ধৃতরা পুরাতন মালদার বিভিন্ন জনবহুল এলাকা থেকে এই বাইকগুলি চুরি করত এবং সেগুলি বিক্রি করার উদ্দেশ্যে এক জায়গায় জড়ো করা হয়েছিল।
কিন্তু তার আগেই পুলিশ সেগুলি উদ্ধার করে। তবে আরও কিছু চুরি যাওয়া বাইক উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ধৃত দুই যুবককে দশ দিনের পুলিশি হেফাজতের চাওয়া হয়েছে। দুই যুবককে মালদা জেলা আদালতে পাঠানো হয়েছে।
চলতি মাসের মাঝামাঝি, কলকাতার নিউটাউনে একটি বাইক চুরি গ্যাংয়ের পর্দাফাঁস করে পুলিশ। অভিযোগ, চাকরির টোপ দিয়ে ডেকে এনে বাইক ছিনতাইয় করা হতো।
তদন্তে নেমে নিউটাউন থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এক অভিযুক্ত। ধৃত সুদীপ্ত সরকার হাতিয়াড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে চাকরির টোপ দেয় সুদীপ্ত। বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন বরানগরের এক যুবক।
অভিযোগ, গত ১০ জুন চাকরি দেওয়ার নামে তাঁকে নিউটাউনে ডেকে পাঠিয়ে ভুল বুঝিয়ে বাইকের চাবি হাতিয়ে নেয় অভিযুক্ত। বাইকের খোঁজ না পেয়ে গতকাল নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন ওই চাকরিপ্রার্থী। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।