(Source: ECI/ABP News/ABP Majha)
Punjab Police: পঞ্জাবের ব্যবসায়ীর ২৪ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার মালদার যুবক
এক ব্যবসায়ী অভিযোগ করেন, ফোন করে তাঁর এটিএম এর পিন জেনে অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ওই ব্যবসায়ীর অভিযোগের পরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
করুণাময় সিংহ, মালদা: অনলাইন লেনদেনের মাধ্যমে এক ব্যাক্তির টাকা হাতানোর অভিযোগে মালদার এক যুবককে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।
ধৃত যুবক তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২৪ লক্ষ টাকা প্রতারণা করে তুলে নেয় বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। আদালতে পেশের পর রবিবার ধৃত যুবককে ৭ দিনের ট্রানজিট রিমান্ডে পঞ্জাবে নিয়ে গেছে সেরাজ্যের পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ধৃতের নাম শুভঙ্কর ধর(২৩)। বাড়ি মালদার বামনগোলা থানার পাকুয়াহাটের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খুটাদহ এলাকায়।
অভিযোগ, চলতি বছরের ২১ মে পঞ্জাবের পঠানকোটে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। ওই এলাকার এক ব্যবসায়ী অভিযোগ করেন, তাঁর এটিএম এর পিন ফোন মারফৎ জেনে অ্যাকাউন্ট থেকে ২৩ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
ওই ব্যবসায়ীর অভিযোগের পরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে মালদার এক যুবকের নাম। সেই সূত্র ধরে মালদা বামনগোলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পঞ্জাব পুলিশ।
এরপরই গ্রেফতার করা হয় ওই যুবককে। রবিবার মালদা জেলা আদালতে যুবককে পেশও করে পঞ্জাব পুলিশ। আদালতে পেশের পর ৭ দিনের ট্রানজিট রিমান্ডে তাকে পঞ্জাব নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবকের মা। যদিও, তাঁর ছেলের অ্যাকাউন্টে সম্প্রতি যে বিপুল পরিমাণ টাকা ঢুকেছিল, তার সত্যতাও স্বীকার করে নিয়েছেন তিনি।
অন্যদিকে, ব্যারাকপুরে এক রাজমিস্ত্রির প্রতারণার ফাঁদে পড়লেন এক মহিলা জ্যোতিষী। জানা গিয়েছে, অভিযোগকারিণী ওই জ্যোতিষীকে আসল বলে দাবি করে নকল স্বর্ণমুদ্রা বিক্রি করে দেয় অভিযুক্ত রাজমিস্ত্রি। ব্যারাকপুর সদর বাজারের বাসিন্দা মহিলা জ্যোতিষীর দাবি, অভিযুক্তের কাছ থেকে আড়াই লক্ষ টাকার বিনিময়ে আড়াইশোটি স্বর্ণমুদ্রা কিনেছিলেন তিনি। এরপরই বুঝতে পারেন যে, স্বর্ণমুদ্রাগুলি আসলে নকল। সঙ্গে সঙ্গেই পুলিশের দ্বারস্থ হন ওই জ্যোতিষী।