Mamata Banerjee: ‘দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে’, দিন ঘোষণা মমতার
Mamata Banerjee Announces Duare Sarkar Date: দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন মমতা। তিনি এদিন জানান যে, দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে।
কলকাতা: রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন মমতা। তিনি এদিন জানান যে, দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। নতুন বছর থেকেই শুরু হবে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়।
কী কী ঘোষণা করেছেন মমতা?
- দুই দিনাজপুরে ৩৮টি প্রকল্পের শিলান্যাস,
- উত্তর দিনাজপুরে ১৫টি প্রকল্পের শিলান্যাস,
- দক্ষিণ দিনাজপুরে ২৩টি প্রকল্পের শিলান্যাস,
- রাস্তা-সেতু নির্মাণে খরচ হবে কয়েক কোটি টাকা,
- গতবার দুয়ারে সরকার প্রকল্পে ৩ কোটির বেশি মানুষ সুবিধা পেয়েছেন,
- দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবার ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার,
- আরও দুই প্রকল্প যথাক্রমে- মৎসজীবী কার্ড ও আর্টিসান কার্ড চালু হচ্ছে
- বিধায়কদের বলছি, সাধারণ মানুষের পাশে দাঁড়ান,
- আগামী দু'বছর টাকা চাইবেন না। বিধায়করা নিজেরা হাতে ধরে কাজ করবেন।
প্রসঙ্গত, তিনদিনের জেলা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ট্রেনে মালদহে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মালদহ থেকে সড়কপথে রায়গঞ্জ যান। কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করেন তিনি।
এরপর বুধবার সকালে মালদা জেলার প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে বৈঠক সেরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মুর্শিদাবাদে।বিকেলে সে জেলার প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ থেকে নদিয়াতেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে জেলাশাসক, বিডিও, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তৃণমূল সুপ্রিমো। বৈঠক সেরে সেদিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর।