Mamata Banerjee Health: 'দ্রুত সুস্থ হয়ে উঠুন মমতা', প্রার্থনায় তৃণমূলের তারকা-প্রার্থীরা
তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের কারণে দলীয় ইস্তেহার প্রকাশের দিন পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি পিছিয়ে দেওয়া হবে ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৫ জেলায় তৃণমূলনেত্রীর কর্মসূচি।
পূর্ণেন্দু সিংহ, সৌরভ বন্দ্যোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়: মনোনয়ন পেশের পর বুধবার সন্ধেয় নন্দীগ্রামে আচমকা চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁ পায়ে, কোমরে ও মাথায় চোট পেয়ে বর্তমানে এসএসকেএমে ভর্তি রয়েছেন তৃণমূল নেত্রী।
সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়েও দলনেত্রীর আরোগ্য কামনায় মন্দিরে প্রার্থনা জানালেন তৃণমূল প্রার্থীরা।
বৃহস্পতিবার শিবরাত্রিতে প্রাচীন এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বললেন, মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় প্রার্থনা করেছি। মানুষের কাছেও আশীর্বাদ চাইছি।
অন্যদিকে, এদিন মন্দিরে পুজো দেন উত্তরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের আর এক তারকা প্রার্থী কাঞ্চন মল্লিকও। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা হয়েছে এর উত্তর ২ রা মে পাওয়া যাবে। সারা বাংলা দেখছে এরপর আর কী দেখার আছে। এই ঘটনা নিয়ে যারা নানা কথা বলছে তাদের জবাব ইভিএম-এ দেবে মানুষ।
আহত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পুজো দিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী। বৃহস্পতিবার ব্যারাকপুর পাইপ রোডে একটি শিব মন্দিরে পুজো দেন তিনি। বললেন, নেত্রীর ওপর হামলা হয়েছে, উনি যাতে দ্রুত সুস্থ হয়ে প্রচারে ফিরতে পারেন তার জন্য প্রার্থনা করেছি। এর আগে দলনেত্রীর ওপর হামলার প্রতিবাদে ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত মিছিল করেন রাজ চক্রবর্তী।
একইভাবে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে এদিন ভোটের প্রচার শুরু করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীও। তাঁর মতে, যা হয়েছে খুবই খারাপ হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের কারণে দলীয় ইস্তেহার প্রকাশের দিন পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি পিছিয়ে দেওয়া হবে ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৫ জেলায় তৃণমূলনেত্রীর কর্মসূচি।