এক্সপ্লোর
Advertisement
কর্মসংস্থানের লক্ষ্যে গাড়ি-উৎপাদন শিল্পে গুরুত্ব মমতার
কলকাতা: এবার কাজ চাই। শিল্পপতিদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে বণিকসভাগুলির কর্তাদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, জমি নিয়ে কোনও জটিলতা নেই। রয়েছে শিল্পবান্ধব পরিবেশ। কোথাও কোনও সমস্যা হলে দ্রুত জানান। বোঝালেন, শিল্প ও কর্মসংস্থানকেই এ বার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাঁর সরকার।
এ জন্য সরকার যে কতটা মরিয়া, মঙ্গলবার, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে, সেই ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর বক্তব্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত বণিকসভার প্রতিনিধিরাই। তাঁদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, গাড়ি ও উৎপাদন শিল্পে এ বার বিশেষ জোর দিচ্ছে তাঁর সরকার। মাদার টেরিজার সন্ত উপাধি প্রদান অনুষ্ঠান উপলক্ষ্যে রোমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে ইতালির বণিকসভাগুলির সঙ্গেও কথা বলতে আগ্রহী তিনি। এ বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন অর্থমন্ত্রী অমিত মিত্রকে।
কেন্দ্রীয় সরকারের কর-ব্যবস্থার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, করের বোঝায় সঙ্কটের মুখে পড়েছেন শিল্পপতিরা।
শিল্প-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে কর-ব্যবস্থার সরলীকরণের পক্ষে এ দিন সওয়াল করেন মুখ্যমন্ত্রী। বলেন, আলাদা-আলাদা করের বদলে একটাই কর চালু হোক। এ কারণেই তারা পণ্য পরিষেবা কর বা জিএসটির পক্ষে সওয়াল করছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement