নোট বাতিল: ২ মৃতের পরিবারকে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
![নোট বাতিল: ২ মৃতের পরিবারকে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Mamata Promises Jobs To Kin Of Two Killed নোট বাতিল: ২ মৃতের পরিবারকে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/01193811/mamata-on-note-crisis.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: দেশজুড়ে নোট বাতিল হওয়ার পর থেকে এ রাজ্যে নতুন নোটের চরম আকাল চলছে বলে অভিযোগ। ব্যাঙ্ক থেকে নতুন নোট সংগ্রহ করতে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও না পেয়ে যে দুজনের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে, তাঁদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় তিনি জানান, কালনার এক মৃত ব্যক্তির ছেলের পঞ্চায়েত দপ্তরে চাকরি হবে। বেহালার বাসিন্দা আরেক মৃতের পরিবারের একজনকেও চাকরি দেবে সরকার।
মুখ্যমন্ত্রী যথারীতি কেন্দ্রকে আক্রমণ করে বলেন, ৯২ শতাংশ গ্রামে ব্যাঙ্কই নেই, আর ওঁরা মোবাইল, ডিজিটাল ব্যাঙ্কিংয়ের হয়ে ভাষণ দিচ্ছেন! সর্বত্র সমবায় ব্যাঙ্কগুলি অচল হয়ে পড়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজ্য সরকারের তরফে দু বার চিঠি পাঠানো সত্ত্বেও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে খাদ্য সুরক্ষা স্কিমে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন মমতা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)