এক্সপ্লোর
Advertisement
মুখ্যমন্ত্রী হয়েই বদলে গিয়েছেন! সিন্ডিকেট রাজ চালাচ্ছেন মমতা, তোপ রাহুলের
বসিরহাট (উত্তর ২৪ পরগণা): মুখ্যমন্ত্রী হয়ে বদলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এখন রাজ্যে সিন্ডিকেট রাজ শুরু করেছেন। এই সিন্ডিকেট রাজ সরানোর জন্যই বামেদের সঙ্গে জোট বেধেছে কংগ্রেস। আজ বসিরহাটে নির্বাচনী জনসভায় এমনই চাঁচাছোলা ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করলেন রাহুল গাঁধী। সিন্ডিকেটের পাশাপাশি বক্তৃতায় উঠে এল সারদা- নারদ- উড়ালপুল বিপর্যয়। যে যে ইস্যুতে তৃণমূল অস্বস্তিতে, ফের সেসব অস্ত্রেই শান দিলেন রাহুল।
কংগ্রেস সহ সভাপতির অভিযোগ, উড়ালপুল কাণ্ডে তৃণমূলের লোকদের সরাসরি হাত রয়েছে। খারাপ সিমেন্ট দেওয়ার কারণেই ভেঙে পড়েছে উড়ালপুল। এতে তৃণমূলী গুণ্ডাদের চোট না লাগলেও বাংলার মানুষের লেগেছে বলে মন্তব্য করে রাহুলের হুঁশিয়ারি, যেভাবে পুল ভেঙেছে, ঠিক সেভাবেই তৃণমূল সরকারও এবার ভেঙে পড়বে।
একইভাবে রাহুলের বক্তৃতায় উঠে এসেছে সারদা কাণ্ড ও নারদ স্টিং কাণ্ডের প্রসঙ্গও। তিনি ঘোষণা করেন, সাধারণ মানুষের যে টাকা সারদা লুঠ করেছে, নারদ স্টিং অপারেশনে যে টাকা নিতে তৃণমূল নেতাদের দেখা গিয়েছে, জোট ক্ষমতায় এলে সব কিছুরই তদন্ত করবেন তাঁরা।
আবার কর্মসংস্থান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীকেও এক আসনে বসিয়ে আক্রমণ করেন রাহুল। তাঁর অভিযোগ, কেন্দ্র ও রাজ্য, দুই সরকারই যে বিপুল কর্মসংস্থানের কথা বলছে, তা মিথ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement