এক্সপ্লোর
দত্তপুকুরে স্ত্রী-র সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী

উত্তর ২৪ পরগনা: প্রকাশ্য রাস্তায় গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ! স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী! চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী দত্তপুকুর থানা এলাকার জয়পুল-মেঠোপাড়া। ঘটনার সূত্রপাত ১ মার্চ। দোলের দিন বিকেলে স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন গৃহবধূ। অভিযোগ, রাস্তায় ঘিরে ধরে বধূর শ্লীলতাহানি করেন কয়েকজন যুবক। স্ত্রীকে বাঁচাতে গেলে, স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বধূর অভিযোগ, এখনও তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে, তদন্তে নেমেছে দত্তরপুকুর থানার পুলিশ। কিন্তু অভিযুক্তরা এখনও ধরা না পড়ায় আতঙ্কে অভিযোগকারিণী ও তাঁর পরিবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























