এক্সপ্লোর
Advertisement
শহরে ফিরেই ডাকলেন পিএসি-র বৈঠক, পদ ছাড়বেন না, জানালেন মানস
কলকাতা: সংঘাতের বার্তা দিয়েই বারাণসী গিয়েছিলেন। সেখান থেকে বুঝিয়েছিলেন, পিএসি-চেয়ারম্যান পদ ছাড়া তাঁর পক্ষে সম্ভব নয়। কলকাতায় আর ফিরে আসার পর প্রথমবার বিধানসভায় গিয়ে, পাবলিক অ্যাকাউন্টল কমিটির প্রথম বৈঠক ডেকে ফেললেন কংগ্রেসের সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া! এও বুঝিয়ে দিলেন, ১ বছর এই পদ ছাড়ছেন না। বললেন, আরে আরে এক বছর আমাকে কাজ করতে দিন না, বোঝা যাবে আমি যোগ্য কিনা।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্য করে ঘুরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মানস। কারণ, গত শনিবার অধীর দাবি করেছিলেন, সরকার চায় না এমন লোক চেয়ারম্যান হোক, যে ক্যাগের হিসেব চাইবে।
পিএসি-বিতর্কের মধ্যেই এদিন বিধানসভায় দেখা হয়ে যায় মানস ভুঁইয়া ও সুজন চক্রবর্তীর। লবিতে একান্তে কথা বলেন দু’জন।
মঙ্গলবার মানসের ডাকা পিএসির প্রথম বৈঠকে বামেদের কোনও প্রতিনিধি থাকছেন না বলে জানিয়েছেন বামফ্রন্টের পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।সূত্রের খবর, পিএসি-র প্রথম বৈঠকে কংগ্রেসও কাউকে পাঠাচ্ছে না।যদিও মানসকে সর্বোতভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে তৃণমূল।
কংগ্রেসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নানকে এ দিন ফের আক্রামণ করেন মানস ভুঁইয়া। তাঁর দাবি, তিনি দলের লাইন লঙ্ঘন করেননি। মান্নানই দলের নেতৃত্বকে বিভ্রান্ত করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement