ম্যানমেড বন্যা তত্ত্ব: শীঘ্রই শুরু হবে জলাধারগুলির পলি সংস্কারের সমীক্ষা, রাজ্যকে আশ্বাস ডিভিসি-র
![ম্যানমেড বন্যা তত্ত্ব: শীঘ্রই শুরু হবে জলাধারগুলির পলি সংস্কারের সমীক্ষা, রাজ্যকে আশ্বাস ডিভিসি-র Manmade Flood Dvc Assures Mamata Govt To Kickstart De Sedimentation Survey In All Dams Soon ম্যানমেড বন্যা তত্ত্ব: শীঘ্রই শুরু হবে জলাধারগুলির পলি সংস্কারের সমীক্ষা, রাজ্যকে আশ্বাস ডিভিসি-র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/31232427/dvc.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্যের আর্জিতে সাড়া। অধীনস্থ জলাধারগুলির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য শীঘ্রই সমীক্ষা শুরু হবে। নবান্ন সূত্রে খবর, ডিভিসি-র তরফে এমনই আশ্বাস দেওয়া হয়েছে। এখনও জলবন্দি রাজ্যের বহু মানুষ। আর এই জল-যন্ত্রণা নিয়ে গত কয়েকদিনে চরমে উঠেছে রাজ্য ও ডিভিসি চাপানউতোর। যদিও এ ছবি নতুন নয়। যেবারই এরকম দুর্যোগ হয়, সেবারই একই রকম পরিস্থিতি তৈরি হয়। বাম আমল কিম্বা তৃণমূল-জমানা। শাসক বদলালেও, ফিরে আসে ‘ম্যানমেড বন্যা’র তত্ত্ব। ওঠে জলাধার সংস্কারের দাবি। এ বারও তার ব্যতিক্রম হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বরাবর এই দাবি করা হলেও, এতদিন সেভাবে সাড়া দিতে দেখা যায়নি ডিভিসিকে। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর্জিতে মান্যতা দিল কেন্দ্রের অধীনস্থ দামোদর ভ্যালি কর্পোরেশন। নবান্ন সূত্রে খবর, রাজ্যের অনুরোধের প্রেক্ষিতে ডিভিসির তরফে জানানো হয়েছে, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। মাইথন, পাঞ্চেত-সহ অধীনস্থ জলাধারগুলির জল ধারণ ক্ষমতা বাড়ানো ও পলি সংস্কারের জন্য সমীক্ষা শুরু করা হবে। অন্যদিকে, দামোদরের নিম্ন অববাহিকার নদীগুলিতে পলি সংস্কারের কাজ শুরু করা হবে। এরজন্য মোট খরচ হবে ২,৮০০ কোটি টাকা। এর মধ্যে ১,৮০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাঙ্ক। বাকি এক হাজার কোটি টাকা রাজ্য সরকারের। কিন্তু তাতে কি পাকাপাকিভাবে ঘুচবে দুর্ভোগের এই সব ছবি? উত্তর দেবে সময়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)