আগামী সপ্তাহে রাজ্যে ঢুকবে বর্ষা, পূর্বাভাস আবহবিদদের

কলকাতা ও নয়াদিল্লি: রাজ্যজুড়ে অব্যাহত গরমের দাপট। তার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদেরা জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখার জেরেই তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি, দিল্লির মৌসম ভবন সূত্রে খবর, উত্তরবঙ্গের দোরগোড়ায় দাঁড়িয়ে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হলেই নামবে বৃষ্টি। ১৩ থেকে ১৪ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হবে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাও দফতর বা মৌসম ভবন স্বস্তির পূর্বাভাস দিলেও এদিনও গ্রীষ্মের দারুণ দহন আর গুমোট গরমে গলদ্ঘর্ম শহরবাসী। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশের বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি ছিল চরমে। তবে শুধু কলকাতাই নয়, বৃষ্টি না হওয়ায় রাজ্যের বাকি জেলাগুলিতেও গরমের দাপট অব্যাহত। এদিনও পারদ উর্ধ্বমুখী ছিল পশ্চিম বর্ধমানে। সকাল থেকে অসহ্য গুমোট। একই ছবি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে-- সোমবারের বৃষ্টির জেরে সকালের দিকে পূর্ব বর্ধমান এবং বীরভূমে পারদ কিছুটা নামলেও বেলা বাড়তেই শুরু হয় দাবদাহ।






















