![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Murshidabad Road accident: সুতিতে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি-অটো সংঘর্ষে মৃত ৬, আহত ৯
দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে সাদা স্করপিও, দুর্ঘটনায় উড়ে গিয়েছে অটোর ছাদ....
![Murshidabad Road accident: সুতিতে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি-অটো সংঘর্ষে মৃত ৬, আহত ৯ Murshidabad: Road accident in national highway between car and auto, 5 death and 10 injured Murshidabad Road accident: সুতিতে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি-অটো সংঘর্ষে মৃত ৬, আহত ৯](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/11/ea2d7571423186fdee078cdd62c57eb0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে রয়েছে সাদা স্করপিও। ভেঙে গিয়েছে অটো। দুর্ঘটনায় উড়ে গিয়েছে তার ছাদ। হাসপাতালের মেঝেতে শুয়ে যন্ত্রণায় ছটফট করছেন অনেকে।
মুর্শিদাবাদের সুতিতে জাতীয় সড়কে দুর্ঘটনার এসব ছবি দেখলে শিউরে উঠতে হয়। বৃহস্পতিবার দুপুরে স্করপিও আর অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। মৃতেরা প্রত্যেকেই সুতি থানা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, যাত্রী নিয়ে একটি সাদা স্করপিও দ্রুতগতিতে ফরাক্কা থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। কিন্তু, ধলার মোড়ে হঠাৎই স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডার টপকে উল্টোদিকের লেনে চলে আসে।
আর ঠিক তখনই উল্টোদিক থেকে একটি অটো যাত্রী নিয়ে আসছিল। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিও এবং অটোর। সামনের বাঁ দিকের চাকা খুলে যাওয়াতেই স্করপিওটি নিয়ন্ত্রণ হারায় বলে অনুমান।
দুর্ঘটনার পরই স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে মহিষাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় বেশ কয়েকজনের।
ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)