স্বাধীনতা দিবসে কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা
আজ সকালে পতাকা তুলতে গেলে বিজেপি নেতাদের মারধর করে তৃণমূলের লোকেরা।
সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার দুই জায়গায় আক্রান্ত বিজেপি। কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ। ভীমপুরে রানাঘাটের বিজেপি সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান। দুটি ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, অস্বীকার করেছে শাসকশিবির।
কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দিকে। থানায় অভিযোগ জানান বিধায়ক। তৃণমূলের পাল্টা দাবি, স্থানীয় মানুষের সঙ্গে বিবাদের জেরে অশান্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরেও অশান্তির অভিযোগ উঠেছে! বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর ঘিরেও উত্তেজনা ছড়িয়ে নদিয়ার কল্যাণীতে। ঘটনার জন্য বিজেপি তৃণমূলের দিকে আঙুল তোলায়, শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। গেরুয়া শিবিরের অভিযোগ, রবিবার সকালে দক্ষিণ চাঁদামারি মাঝের স্কুলে, জাতীয় পতাকা উত্তোলন করতে গেলে, বাধা দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। হামলা চালান বিজেপি কর্মী-সমর্থকদের ওপর।
খবর পেয়ে দুপুরের দিকে এলাকায় আসেন কল্যাণীর বিজেপি বিধায়ক। তিনি পতাকা উত্তোলনের পর, ফের তৃণমূল কর্মী-সমর্থকরা চড়াও হয় বলে অভিযোগ।বিজেপি বিধায়কের গাড়ির কাচ ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে চরমে ওঠে অশান্তি।
কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কথায়, আজ সকালে পতাকা তুলতে গেলে বিজেপি নেতাদের মারধর করে তৃণমূলের লোকেরা। কল্যাণী থানায় মৌথিক অভিযোগ করি। ফের আমি এলে গাড়ি ভাঙচুর করে। দলীয় কর্মীদের হেনস্থা করে। তবে, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি, অরূপ মুখোপাধ্যায় জানিয়েছেন, বিধায়ক নিজে স্থানীয়দের গালিগালাজ করেছেন। তারপর স্থানীয় মানুষদের সঙ্গে বিবাদ তৈরি হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ঘটনায় কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে ত্রিপুরায় ফের আক্রান্ত হয় তৃণমূল। একইদিনে একাধিকবার তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়ি ভাঙচুর হয়। ১০ বিজেপি কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগে এফআইআর করেছেন অপরূপা। অভিযোগ উড়িয়ে বিজেপির পাল্টা দাবি, কোনও হামলাই হয়নি। নাটক করছে তৃণমূল।